দুর্গাপুর, 28 জুন : ভারত গ্য়াসের বোটানিক প্লান্ট বন্ধ করে দিয়ে আন্দোলন শ্রমিকদের ৷ ন্যায্য বেতন, ইএসআই (ESI), পিএফ (PF) সহ একগুচ্ছ দাবিতে কাঁকসা রাজবাঁধে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ দেখায় শ্রমিকদের একাংশ ৷ তাঁদের অভিযোগ, বর্তমানে যে ঠিকাদারি সংস্থার অধীনে তাঁরা কাজ করছেন, সেই সংস্থা তাঁদের বেতন থেকে প্রায় অর্ধেক টাকা কেটে নিচ্ছে ৷ কেন সেই টাকা কেটে নেওয়া হচ্ছে, তার কোনও সদুত্তর সংস্থার তরফে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী শ্রমিকরা ৷
কাজ বন্ধ করে শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ তাঁরা শ্রমিকদের বুঝিয়ে বিক্ষোভ তুলতে বললেও কোনও লাভ হয়নি ৷ দাবি যতক্ষণ না পূরণ হবে, ততক্ষণ এই বিক্ষোভ চলবে বলে শ্রমিকদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ৷ এ নিয়ে ঠিকাদারি সংস্থার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও কেউ কোনও কথা বলতে চাননি ৷ এই পরিস্থিতিতে ভারত গ্যাসের বোটানিক প্লান্টে উৎপাদন বন্ধ হয়ে রয়েছে ৷ এর ফলে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত কর্তৃপক্ষ আলোচনায় বসতে পারে বলে খবর ৷ তবে এ নিয়ে সরকারিভাবে কেউ মুখ খোলেননি ৷