দুর্গাপুর, 25 মার্চ : তৃণমূল ছেড়ে দুর্গাপুর পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী হওয়ায় প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে কালো পতাকা দেখাল তৃণমূল কর্মী সমর্থকরা ৷ বৃহস্পতিবার তিনি সদলবলে দুর্গাপুর পূর্ব বিধানসভার কাঁকসার বামুনাড়া এলাকায় রোড শো-তে অংশ নেন তিনি। সেখানেই দীপ্তাংশু চৌধুরীকে কালো পতাকা দেখায় তৃণমূল কর্মীরা ৷
দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থীকে কালো পতাকা দেখাল তৃণমূল কর্মীরা - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই বিধানসভা ভোটের টিকিট পেয়েছেন প্রাক্তন কর্নেল দীপ্তাংশু চৌধুরী ৷ তাঁকে ঘিরে ক্ষোভ রয়েছে আদি বিজেপির বহু নেতা কর্মীর মধ্যে ৷ তারই মধ্যে আজ দুর্গাপুর পূর্ব বিধানসভার কাঁকসার বামুনাড়া এলাকায় মিছিল করলেন তিনি ৷ সেই মিছিল করার সময় তাঁকে কালো পতাকা দেখাল তৃণমূলের কর্মীরা ৷
আরও পড়ুন : ভাইপোকে মুখ্যমন্ত্রীর আসনে বসানোর খেলা চলছে, অভিযোগ সম্বিত পাত্রর
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই বিধানসভা ভোটের টিকিট পেয়েছেন প্রাক্তন কর্নেল দীপ্তাংশু চৌধুরী ৷ তাঁকে ঘিরে ক্ষোভ রয়েছে আদি বিজেপির বহু নেতা কর্মীর মধ্যে ৷ তারই মধ্যে আজ দুর্গাপুর পূর্ব বিধানসভার কাঁকসার বামুনাড়া এলাকায় মিছিল করলেন তিনি ৷ সেই মিছিল করার সময় তাঁকে কালো পতাকা দেখাল তৃণমূলের কর্মীরা ৷ সেই সঙ্গে চলে গো-ব্যাক স্লোগান ৷ বিজেপি প্রার্থীর কুশপুতুলও জ্বালানো হয় ৷ যা নিয়ে দীপ্তাংশু চৌধুরী বলেন, সংসদীয় গণতন্ত্রে রাজনৈতিক দল করার অধিকার সবার আছে । আর তৃণমূল তোলাবাজদের দল।