পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

করোনা আক্রান্ত সস্ত্রীক বিশ্বনাথ পাড়িয়াল, রয়েছেন হোম আইসোলেশনে - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

বৃহস্পতিবার কোভিডে আক্রান্ত হলেন বিশ্বনাথ পাড়িয়াল ৷ কোভিড পজ়িটিভ তাঁর স্ত্রী রুমা পাড়িয়ালও । রুমাদেবী দুর্গাপুর নগর নিগমের একজন এম আই সি । দুজনেই আপাতত হোম কোয়ারেন্টাইনে আছেন ।

সস্ত্রীক বিশ্বনাথ পাড়িয়াল
সস্ত্রীক বিশ্বনাথ পাড়িয়াল

By

Published : Apr 29, 2021, 8:40 PM IST

দুর্গাপুর, ২৯ এপ্রিল : ফের তৃণমূল শিবিরে করোনার থাবা ৷ সস্ত্রীক করোনা আক্রান্ত হলেন তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল ৷

সপ্তম দফার নির্বাচনে দুর্গাপুর পশ্চিমে ভোটগ্রহণ ছিল ৷ গত 26 এপিল দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে কার্যত চষে বেড়ান তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল । তার আগে বিরামহীন প্রচার চালান তিনি ৷ ভোট শেষের পরই বৃহস্পতিবার কোভিডে আক্রান্ত হলেন বিশ্বনাথ পাড়িয়াল ৷ কোভিড পজ়িটিভ তাঁর স্ত্রী রুমা পাড়িয়ালও । রুমাদেবী দুর্গাপুর নগর নিগমের একজন এম আই সি । দুজনেই আপাতত হোম কোয়ারেন্টাইনে আছেন । সুত্র মারফত জানা গিয়েছে বিশ্বনাথ বাবু ও তাঁর স্ত্রী আপাতত ভালই আছেন ।

আরও পড়ুন ; ভোটের আগের রাতে করোনায় আক্রান্ত মানিকচকের তৃণমূল প্রার্থী

গত কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন খড়দার তৃণমূল প্রার্থী ৷ করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরের সংযুক্ত মোর্চার প্রার্থী ৷

ABOUT THE AUTHOR

...view details