পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোভিড পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ রাজ্য ও কেন্দ্র : সূর্যকান্ত - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

সূর্যকান্ত মিশ্র বলেন, যে পাঁচটি রাজ্যে কোভিড পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, তার মধ্যে অন্যতম আমাদের রাজ্য ।

State and central government failing to deal with Covid 19 situation said Suryakanta Mishra
State and central government failing to deal with Covid 19 situation said Suryakanta Mishra

By

Published : Apr 16, 2021, 1:19 PM IST

দুর্গাপুর, 16 এপ্রিল : "কোভিড পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ রাজ্য ও কেন্দ্র ৷" দুর্গাপুরে বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷ এদিন দুর্গাপুরে সংযুক্ত মোর্চার দুই প্রার্থীর সমর্থনে প্রচারে আসেন সূর্যকান্ত মিশ্র ৷ ভিড়িঙ্গি মোড় থেকে প্রান্তিকা পাঁচমাথা মোড় পর্যন্ত রোড শো করেন তিনি ।

এবার দুর্গাপুর পূর্ব ও পশ্চিম কেন্দ্রের সংযুক্ত মোর্চার দুই প্রার্থী যথাক্রমে সিপিআইএম-এর আভাস রায়চৌধুরী ও কংগ্রেস প্রার্থী দেবেশ মজুমদার ৷ তাঁদের সমর্থনেই রোড শো হয় শুক্রবার । রোড শো-র পুরোভাগে ছিলেন সূর্যকান্ত মিশ্র ৷ প্রচারে ছিলেন সংযুক্ত মোর্চার কয়েকশো কর্মী-সমর্থক । দুর্গাপুরের বেনাচিতি বাজার এলাকায় দীর্ঘ 4 কিলোমিটার রাস্তায় চলে প্রচার ।

দুর্গাপুরে প্রচারে সূর্যকান্ত মিশ্র

আরও পড়ুন: হামলা হলে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে কে মরল দেখার দরকার নেই : রাহুল সিনহা

এদিন সূর্যকান্ত মিশ্র বলেন, "যে পাঁচটি রাজ্যে কোভিড পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, তার মধ্যে অন্যতম আমাদের রাজ্য । দাবি করছি, বয়স দেখে ভ্যাকসিন নয়, সবাইকে ভ্যাকসিন দিতে হবে । অবিলম্বে হাসপাতালগুলিতে শয্যা বাড়াতে হবে ৷ কেন্দ্র ও রাজ্য সরকার কোভিড পরিস্থিতির মোকাবিলায় ব্যর্থ ৷"

ABOUT THE AUTHOR

...view details