দুর্গাপুর, 13 এপ্রিল : পাণ্ডবেশ্বরের ফরিদপুর ব্লকের কৈলাসপুর গ্রামের এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর, আগুন লাগানোর অভিযোগ। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই বিজেপি কর্মী ৷ সোমবার রাতের ঘটনায় বিজেপির ওই কর্মীর বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ ৷ সেখানে গুলিও চালানো হয় বলে অভিযোগ করেছেন ওই বিজেপি নেতা ৷
পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় রাজনৈতিক হিংসার ঘটনা রোজনামচায় পরিণত হয়েছে । 26 এপ্রিল নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা । বোমা-বারুদের আওয়াজে উত্তাল পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকা ৷ তেমনি সোমবার রাতে পাণ্ডবেশ্বরের ফরিদপুর ব্লকের কৈলাসপুর গ্রামের এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ওই বিজেপির কর্মীর বাড়িতে ঢুকে গুলি চালানো হয় বলে অভিযোগ ৷ সেই সঙ্গে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ খবর পেয়ে পুলিশ সেখানে যায় ৷ ঘটনাস্থল থেকে কার্তুজের খোল উদ্ধার করেছে পুলিশ ।