দুর্গাপুর, 12 সেপ্টেম্বর : বাংলার লোকশিল্পের অন্যতম একটি ভাদু উৎসব ৷ গ্রামবাংলার আদিবাসী সম্প্রদায়ের অন্যতম উৎসব এটি ৷ মূলত পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের জঙ্গলমহল এলাকার আদিবাসী সম্প্রদায় গোটা ভাদ্র মাসজুড়ে এই উৎসব পালন করে থাকে ৷ কিন্তু, বর্তমানে অস্তিত্ব সংকটে বাংলার প্রাচীন এই লোকসংস্কৃতি ৷ তাই এই লোকসংস্কৃতিকে বাঁচাতে তৎপর দুর্গাপুরের কাঁকসা বিদবিহার গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ শিবপুর গ্রামের বাগদি সমাজ ৷ প্রতিবছর গোটা ভাদ্রজুড়ে নিয়ম মেনে তাঁরা ভাদু উৎসব তথা ভাদু পুজো করেন ৷ আর এই ভাদু উৎসবকে বাঁচিয়ে রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন সূত্রধর ৷
ভাদু উৎসব হল, যেখানে কনে রুপী ভাদুদেবীকে পুজো করেন গ্রামবাসীরা ৷ ভাদুর মূর্তির চারপাশে গোল করে সবাই জড়ো হন এবং চলে ভাদুর বিশেষ গান ও নাচ ৷ এই গান ও নাচ হল ভাদু পুজোর মন্ত্র এবং আচার ৷ যাকে লোকশিল্পের জগতে ভাদু গান বলা হয় ৷ এই ভাদু উৎসব বা পুজোর প্রচলন সম্পর্কে নানা অভিমত রয়েছে ৷ বলা হয় ভাদ্র মাসে এই উৎসব পালিত হয় বলে, একে ভাদু উৎসব বলা হয় ৷ কিন্তু, 1985 সালে পশ্চিমবঙ্গ সরকারের জেলা গেজেটিয়ার পুরুলিয়া গ্রন্থে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভাদু উৎসবের ইতিহাস অন্য কথা বলে ৷
আরও পড়ুন : Dev Saswata: হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর নজরকাড়া ট্রেলার, দেবের প্রশংসায় দরাজ শাশ্বত