দুর্গাপুর, 11 এপ্রিল : মঙ্গলবার আসানসোল লোকসভা উপনির্বাচন (Asansol By Election 2022) ৷ আর তার আগে প্রচারের শেষদিনে উত্তপ্ত হয়ে উঠল পাণ্ডবেশ্বর ৷ অভিযোগ বিজেপির আইটি সেলের নেতা জীতেন চট্টোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় (Attack on BJP IT Cell Leadr Jiten Chatterjee in Durgapur) ৷ ওই ঘটনায় এবার তদন্তে ফরেনসিক দল (Forensic Team in Investigation for Firing on BJP Leader Car in Durgapur) ৷ ফরেনসিক বিশেষজ্ঞরা গাড়িটি পরীক্ষা করবেন ৷ পাশাপাশি নমুনাও সংগ্রহ করবেন তাঁরা ৷ এই ঘটনায় শাসকদলের দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপি নেতা ৷ যদিও, তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, ভোট বৈতরণী পার করতে এটা বিজেপির কৌশল ৷
জানা গিয়েছে, আসানসোল লোকসভা উপনির্বাচনে প্রচারের শেষদিনের কাজ সেরে বাড়ি ফিরছিলেন পশ্চিম বর্ধমানে বিজেপির আইটি সেলের নেতা জীতেন চট্টোপাধ্যায় ৷ অভিযোগ সেই সময় পাণ্ডবেশ্বরের কুমারডিহি এলাকায় বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ রবিবার রাতেই পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন জীতেন চট্টোপাধ্যায় ৷ নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হয়েছে ৷ খবর পেয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ডিসি ইস্ট অভিষেক গুপ্তা ঘটনাস্থলে যান ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷