পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে - রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরের হাসপাতালে

পায়ে হেঁটেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন রথিজিৎ । সোমবার সকালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । এরপরই চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসকের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন মৃতের পরিজনেরা । পুলিশের সামনে মৃত রথিজিৎ সরকারের পরিবারকে হুমকির অভিযোগও ওঠে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ।

chaos at hospital
রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা

By

Published : Jan 14, 2020, 10:06 PM IST

দুর্গাপুর, 14 জানুয়ারি : রোগীর মৃত্যু ঘিরে চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মৃতের পরিবারের । পুলিশের সামনে মৃত রথিজিৎ সরকারের পরিবারকে হুমকির অভিযোগ অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে । ঘটনায় উত্তেজনা দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ।

গত 12 তারিখে দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দা বছর চল্লিশের রথিজিৎ সরকার । জানা গেছে, ডা. জয়দীপ ভাদুড়ির তত্ত্বাবধানে নিউমোনিয়ার চিকিৎসা চলছিল তাঁর । মৃতের পরিবারের দাবি, পায়ে হেঁটেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন রথিজিৎ । কিন্তু, সোমবার সকালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । এরপরই চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ওই চিকিৎসকের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন মৃতের পরিজনেরা ।

ঘটনাস্থানে আসে দুর্গাপুর থানার পুলিশ । পুলিশের সামনেই মৃতের আত্মীয়দের পালটা হুমকি দেওয়ার অভিযোগ অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাসপাতালে । ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ জানান হোক, এই দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের আত্মীয়রা ।

ABOUT THE AUTHOR

...view details