পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Allegation Against Doctor : সিজার করানোর জন্য চাপ চিকিৎসকের, না মানায় গর্ভবতীকে চড় মারার অভিযোগ - চড় মারার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

অন্তঃসত্ত্বাকে চড় মারার অভিযোগ দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে ৷ তদন্তের আশ্বাস হাসপাতাল সুপারের।

Allegation Against Doctor
গর্ভবতী মহিলাকে সিজার করানোর জন্য চাপ, চড় মারার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

By

Published : Nov 13, 2021, 9:26 PM IST

দুর্গাপুর, ১৩ নভেম্বর: এক অন্তঃসত্ত্বাকে জোর করে সিজার করানোর জন্য চাপ দেওয়া এবং তা না মানায় ওই গর্ভবতী মহিলাকে চড় মারার অভিযোগ উঠল দুর্গাপুর মহকুমা হাসপাতালের এক মহিলা চিকিৎসকের বিরুদ্ধে। যদিও ওই চিকিৎসক এই অভিযোগ অস্বীকার করেছেন।

জানা গিয়েছে, কাঁকসার দু'নম্বর কলোনির বাসিন্দা অন্তঃসত্ত্বা সুনীতা সাহাকে প্রথমে পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখান থেকে শুক্রবার তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মহিলার পরিবারের অভিযোগ, দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হওয়ার পর অন্তঃসত্ত্বা সুনীতাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালের এক মহিলা চিকিৎসক সিজার করানোর জন্য চাপ দেন।

আরও পড়ুন : EC Meeting : পৌরভোটের প্রস্তুতি নিয়ে রাজ্য-কমিশন বৈঠক

কিন্তু মহিলা ও তাঁর পরিবার এই প্রস্তাবে রাজি না হওয়ায় ওই অন্তঃসত্ত্বা মহিলাকে ওই মহিলা চিকিৎসক চড় মারেন বলে অভিয়োগ। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় পুলিশ। যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন ওই মহিলা চিকিৎসক। তিনি জানিয়েছেন, তিনি ওই অন্তঃসত্ত্বা মহিলাকে বলেছিলেন তাঁর যা পরিস্থিতি তাতে দ্রুত সিজার করতে হবে। কিন্তু রোগীর পরিবার কোনও ভাবেই তাতে রাজি হয়নি। কিন্তু এর বেশি কিছু ঘটেনি, তিনি ওই মহিলাকে চড়ও মারেননি।

এই অভিযোগ প্রসঙ্গে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার জানিয়েছেন, ঘটনা সম্পর্কে তিনি শুনেছেন ৷ কিন্তু কোনও লিখিত অভিযোগ তাঁর কাছে জমা পড়েনি ৷ ঘটনা ঘটে থাকলে, একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত এর তদন্ত করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details