দুর্গাপুর, 8 নভেম্বর : বছর পনোরো কিশোরীকে মাদক খাইয়ে ও মোবাইলে ছবি ভাইরাল করার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ । অভিযোগের আঙুল BJP-র পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি লক্ষ্মণ ঘড়ুইয়ের ভাইপোর বিরুদ্ধে । তারপর থেকেই BJP নেতার ভাইপো সহদেব ঘড়ুই ফেরার । অবশেষে দুর্গাপুর মহকুমা আদালতে আগামী একমাসের মধ্যে ফেরার অভিযুক্তকে আত্মসমর্পণ করার নির্দেশিকা সম্বলিত নোটিস আজ কাঁকসা থানার পুলিশ চিটিয়ে দেয় সহদেব ঘড়ুইয়ের বাড়িতে ।
দলেরই এক কর্মীর মেয়েকে মাদক খাইয়ে ধর্ষণ ও সেই ভিডিয়ো ভাইরাল করার হুমকি দিয়ে পরে আরও একাধিকবার ধর্ষণের অভিযোগ রয়েছে সহদেব ঘড়ুইয়ের বিরুদ্ধে । নির্যাতিতা কিশোরীর বাবা প্রায় মাস ছ'য়েক আগে কাঁকসা থানায় অভিযোগ দায়ের করেছিলেন । সেই থেকে পলাতক অভিযুক্ত । গ্রেপ্তার করা যায়নি তাঁকে ।