দুর্গাপুর, 26 এপ্রিল : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এলপিজি বটলিং প্লান্টে নতুন ট্রাক ঢোকানোকে কেন্দ্র করে তৃণমূল কাউন্সিলর তথা দুর্গাপুর পৌরনিগমের মেয়র পারিষদের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ উঠল (Allegation Against TMC Councillor to Create Problem in Durgapur IOC LPG Plant) ৷ ট্রাক ঢোকানোকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছিলেন পরিবহণ সংস্থার কয়েকজন মালিক ৷ কীসের ভিত্তিতে তাঁরা এই অভিযোগ করছেন ? পরিবহণ সংস্থার এক মালিককে সেই প্রশ্ন করেন মেয়র পারিষদ রুমা পাড়িয়াল ৷ অভিযোগ, তিনি হুমকিও দিয়েছেন পরিবহণ সংস্থার ওই মালিককে ৷
প্রসঙ্গত, সোমবার সকালে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে এলপিজি বটলিং প্লান্টে (LPG bottling plant of Indian Oil Corporation) পরিবহণের কাজ করা সংস্থাগুলিকে একটি নোটিস পাঠানো হয় ৷ সেখানে নির্দেশ দেওয়া হয়েছিল, 25 এপ্রিলের মধ্যে সব নতুন ট্রাক বটলিং প্লান্টে ঢোকাতে হবে ৷ পুরনো ট্রাকে আর গ্যাস সিলিন্ডার সরবরাহ করা যাবে না ৷ তার পরেই পরিবহণ সংস্থাগুলি নতুন ট্রাক প্লান্টে ঢোকাতে শুরু করে ৷ সেই কাজ চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা সুনিশ্চিত করতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল আইওসি’র এলপিজি প্লান্টে ৷