পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Allegation of Extortion : ঠিকাদারের কাছে তোলা ! অভিযোগের আঙুল তৃণমূলের শ্রমিক সংগঠনের দিকে

কয়লাখনিতে এক ঠিকাদারের কাছে তোলা চাওয়ার অভিযোগ উঠল শাসকদলের শ্রমিক সংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে (Allegation of Extortion)৷ ঘটনায় রীতিমতো আলোড়ন সৃষ্টি হয় পান্ডবেশ্বরের বিভিন্ন এলাকায় ।

Allegation against TMC colliery Workers union for extortion
Allegation of Extortion

By

Published : Jun 5, 2022, 8:11 PM IST

দুর্গাপুর, 5 জুন : তৃণমূল কংগ্রেসের কয়লা খনির শ্রমিক সংগঠন কেকেএসসি (কয়লা খাদান শ্রমিক কংগ্রেস)-র পক্ষ থেকে এক ঠিকাদারের কাছ থেকে এক লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ ওঠে (Allegation against TMC colliery Workers union for extortion)। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর থানার খোট্টাডিহি ওসিপি-তে ।

জানা গিয়েছে, এক ঠিকাদার সংস্থা বরাত পায় ইসিএলের শোনপুর বাজারি কয়লাখনি থেকে কয়লা খননের ভারী যন্ত্রাংশ স্থানান্তরের জন্য । সেই যন্ত্রাংশ খোট্টাডিহি ওসিপি-তে নিয়ে আসা হয় । কিন্তু ওই ভারী যন্ত্রাংশ অর্থাৎ সোভেল (Sovel) মেশিনটি ওইখানে নামানোর জন্য বাধা দেয় স্থানীয় কেকেএসসি নেতৃত্ব ৷ এমনটাই অভিযোগ করে জানান ওই ঠিকাদার চঞ্চল সরকার । ঠিকাদার বলেন, "মেশিন নামাতে বাধাপ্রাপ্ত হলে আমাকে ডেকে নিয়ে আসা হয় কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের অফিসে । ওই অফিসে উপস্থিত চারজন আমাকে এক লক্ষ টাকার তোলা দাবি করেন । বলেন, না হলে এই যন্ত্রাংশ নামাতে দেওয়া যাবে না ।"

আরও পড়ুন : Asansol Municipal Corporation : '১৫ দিনের মধ্যে চেয়ার ছাড়া করতে পারি', পৌরনিগমের ইঞ্জিনিয়ারকে হুমকি জিতেন্দ্র পত্নী চৈতালির

তৎক্ষণাৎ কর্মরত শ্রমিকরা খবর পেলে ওই ঠিকাদার সংস্থাকে সাহায্য করেন । কয়লা খনির এক শ্রমিক রুপচাঁদ মণ্ডলের বলেন, "এই কোলিয়ারি বাঁচাতে এবং পাণ্ডবেশ্বরের টিএমসি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ রয়েছে, এখানে কোনও তোলাবাজি ও দুর্নীতি চালাতে দেওয়া যাবে না । এখানে স্বচ্ছভাবে সব চালাতে হবে । তাই আমরা শ্রমিকরা একত্রিত হয়ে এই যন্ত্রাংশ দাঁড়িয়ে থেকে নামালাম ।"

ABOUT THE AUTHOR

...view details