দুর্গাপুর, 10 অগস্ট: আরএসএস (RSS)-এর ছাত্র সংগঠন 'অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ' (Akhil Bharatiya Vidyarthi Parishad) বা এবিভিপি (ABVP)-এর মিছিলকে কেন্দ্র করে অশান্তি ছড়াল দুর্গাপুরে (Durgapur) ৷ এবিভিপি সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লেন তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি (TMCP)-এর স্থানীয় নেতা ও কর্মীরা ৷ এই ঘটনায় এবিভিপি-এর অন্তত 15 জন ছাত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে দাবি করা হয়েছে ৷ বুধবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে তাঁদের দেখতে আসেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) ৷
এদিন এই ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার ও রাজ্যের শাসকদলের সমালোচনায় সরব হন অগ্নিমিত্রা ৷ তাঁর অভিযোগ, অন্য়ায়ের প্রতিবাদে সামিল হওয়াতেই এবিভিপি-এর কর্মীরা টিএমসিপি-এর সদস্যদের হাতে আক্রান্ত হন ৷ এর জন্য স্থানীয় কাউন্সিলর তথা দুর্গাপুর পৌরনিগমের মেয়র পারিষদ দীপঙ্কর লাহাকে কাঠগড়ায় তুলেছেন বিজেপি বিধায়ক ৷ তাঁর দাবি, দীপঙ্কর লাহা এবং স্থানীয় বিধায়ক তথা নতুন মন্ত্রী প্রদীপ মজুমদারের অনুগামীরাই এবিভিপি-এর সদস্যদের উপর হামলা চালিয়েছেন ৷