দুর্গাপুর, 28 আগস্ট: ব্লক স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি দিতে আসার কথা আগাম জানানো সত্ত্বেও তিনি অফিসে এলেন না । ক্ষোভে ফেটে পড়লেন পাণ্ডবেশ্বর ও অণ্ডাল ব্লকের আশা কর্মীরা। কোরোনার সময় রাজ্য সরকারের পক্ষ থেকে আশাকর্মীদের বাড়তি কাজের জন্য মাসিক 1000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। প্রথম তিন মাসের টাকা পেলেও বাকি তিন মাস টাকা না পেয়ে অণ্ডাল ও পাণ্ডবেশ্বর ব্লকের আশাকর্মীরা শুক্রবার খাঁন্দরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাল ৷
কোরোনা আবহে ব্লকে ব্লকে আশা কর্মীদের বাড়তি তথ্য জোগাড় করার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে সেই তথ্য জোগাড় করতে হচ্ছে আশা কর্মীদেরকে। রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল কোরোনার সময় কাজ বাড়ার কারণে এই আশা কর্মীদেরকে প্রতিমাসে বাড়তি এক হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। সেইমতো প্রথম তিন মাস ঠিকঠাক টাকা পায় অন্ডাল ও পাণ্ডবেশ্বর ব্লকের প্রায় 60 জন আশাকর্মী। কিন্তু পরবর্তী তিন মাসের এই টাকা আর পাননি খনি অঞ্চলের এই দুই এলাকার আশা কর্মীরা ।শুক্রবার খাঁন্দরা স্বাস্থ্য কেন্দ্রে ব্লক স্বাস্থ্য আধিকারিকের অফিসের কাছে বিক্ষোভ দেখান তারা। ব্লক স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি দেওয়ার কথা আগাম জানানো সত্ত্বেও তিনি শুক্রবার অফিসে না আসার কারণে দীর্ঘ তিন মাস ভাতা না পাওয়া এই আশা কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন।
বকেয়া ভাতার দাবিতে খনি অঞ্চলের আশাকর্মীদের বিক্ষোভ - অণ্ডাল ও পাণ্ডবেশ্বর ব্লকের আশাকর্মী
কোরোনা আবহে ব্লকে ব্লকে আশা কর্মীদের বাড়তি তথ্য জোগাড় করার দায়িত্ব দেওয়া হয়েছে। এজন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আশা কর্মীদের বাড়তি কাজের জন্য মাসিক 1000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। অণ্ডাল ও পাণ্ডবেশ্বর ব্লকের আশাকর্মীরা প্রথম তিন মাসের টাকা পেলেও বাকি তিন মাস টাকা পায়নি বলে অভিযোগ ৷ এই কারণে তারা আজ খাঁন্দরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাল ৷
শিউলি কর্মকার নামে এক আশাকর্মী জানান ,""এই কোরোনার সময়েও আমরা জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিচ্ছি। সমস্ত তথ্য জোগাড় করে আনছি। কিন্তু জুন মাস থেকে আমরা বাড়তি 1000 টাকা করে যা রাজ্য সরকার দেওয়ার কথা বলেছিল সেই টাকা পাচ্ছি না ।একাধিকবার আমরা স্বাস্থ্য আধিকারিককে এই বিষয়ে জানানো সত্ত্বেও তিনি কোনও সদুত্তর দিচ্ছেন না । " এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক পরিতোষ সোরেনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । পাণ্ডবেশ্বর ও অন্ডাল ব্লকের প্রায় 60 জন আশা কর্মী হুঁশিয়ারি দেন দ্রুত যদি তারা তিন মাসের এই বকেয়া ভাতা না পান তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। তবে আশা কর্মীরা অত্যন্ত ক্ষুব্ধ যে এই ঘটনায় আগাম জানানো সত্ত্বেও ব্লক স্বাস্থ্য আধিকারিক আজ অনুপস্থিত থাকলেন।