পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অন্ডালে পথ দুর্ঘটনায় মৃত্যু ECL কর্মীর, দেহ ঘিরে বিক্ষোভ - বিক্ষোভ প্রদর্শন পরিবার ও শ্রমিকদের

অন্ডালে পথ দুর্ঘটনায় মৃত এক ECL কর্মী । দেহ ঘিরে বিক্ষোভ পরিবার ও শ্রমিকদের একাংশের ।

অন্ডালে মৃত ECL কর্মী

By

Published : Jun 2, 2019, 1:02 PM IST

অন্ডাল, 2 জুন: অন্ডালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির । তাঁর নাম রামাকান্ত রাজভর (59) । তিনি ECL-এর কর্মী ছিলেন । ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অন্তর্গত ECL-এর জামবাদ খোলামুখ কয়লাখনির কাছে ।

ECL-এর জামবাদ খোলামুখ কয়লাখনির সামনের রাস্তায় রামাকান্তবাবুর দেহ পড়ে থাকতে দেখেন শ্রমিকরা । তাঁদের অনুমান আজ সকালে কাজ সেরে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে । ওই রাস্তায় মূলত সাধারণ মানুষের যাতায়াত কম । তাই ঠিক ক'টা নাগাদ বা কীভাবে দুর্ঘটনা ঘটেছে সেটা এখনও জানা যায়নি । শ্রমিকদের বক্তব্য, কয়েক ঘণ্টা মৃতদেহ রাস্তায় পড়ে ছিল । খবর পেয়ে মৃতের পরিবারের লোকজন ঘটনাস্থানে পৌঁছয় । মৃতদেহ সেখানে রেখে বিক্ষোভ দেখায় তারা । তাদের দাবি, অবিলম্বে পরিবারের একজনকে চাকরি দিতে হবে । শ্রমিকদের একাংশও তাদের সঙ্গে বিক্ষোভে শামিল হয় । পরে ECL কর্তৃপক্ষের তরফে জানানো হয় মৃতের পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ ও 1 লাখ টাকা মৃতদেহ সৎকারের জন্য দেওয়া হবে । এরপরই বিক্ষোভ তুলে নেওয়া হয় । ঘটনাস্থানে পৌঁছয় অন্ডাল থানার পুলিশ । মৃতদেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।

ABOUT THE AUTHOR

...view details