দুর্গাপুর, 22 ফেব্রুয়ারি : হৃদরোগ সারানোর যন্ত্র বসানোর পর বুক ফুঁড়ে বেরিয়ে এল সেই যন্ত্র ৷ এমনই অভিযোগে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে (a private hospital of durgapur accused in treatment negligence) । এই অভিযোগে সেখানে বিক্ষোভও দেখান রোগীর পরিজনেরা ৷
রোগীর পরিজনদের দাবি, হার্টের সমস্যার জন্য বছর ছয়েক আগে পেসমেকার লাগানো হয়েছিল কাশীনাথ চৌধুরীর বুকে । এমনিতে ভালোই ছিলেন । কিন্তু গত বছরের শেষের দিকে কিছু সমস্যা দেখা দেওয়ায় একটি কার্ডিয়্যাক রিসিঙ্ক্রোনাইজেশন থেরাপি ডিভাইস (সিআরটি-ডি) তাঁর বুকে বসাতে হয় । আর তাতেই বিপত্তি । সুস্থ হওয়া তো দূর, সেই যন্ত্র এখন কাশীনাথের বুকের চামড়া ফুঁড়ে বেরিয়ে এসেছে ।
এর ফলে ক্রমশই অবনতি হচ্ছে বছর তিয়াত্তরের বৃদ্ধের শারীরিক অবস্থার । এই পরিস্থিতিতে যে বেসরকারি হাসপাতালে সিআরটি-ডি বসানো হয়েছিল, তারা হাত তুলে নিয়েছে । হাসপাতালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী-সহ জেলা ও রাজ্য স্বাস্থ্য দফতরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনেছে বৃদ্ধের পরিবার । কিন্তু তাঁর চিকিৎসার বন্দোবস্ত এখনও করা যায়নি ।