দুর্গাপুর, 30 অগস্ট : বৃদ্ধ অসুস্থ বাবাকে রাস্তার ধারে ফেলে রেখে চলে গেল তাঁর ছেলে ৷ এমন অমানবিক ছবি দেখা গেল দুর্গাপুরের বেনাচিতির ভিড়িঙ্গিতে ৷ সেখানকার কাজোড়া কোলিয়ারি এলাকার বাসিন্দা মুক্তি আকুরেকে একটি আবাসনের নিচে আবর্জনার পাশে নামিয়ে দিয়ে চলে যায় ওই বৃদ্ধের ছেলে ৷ দুর্গাপুর বেনাচিতির ভিড়িঙ্গির ওই বহুতল আবাসনের লোকজন দীর্ঘক্ষণ তাঁকে নিচে বসে থাকতে দেখে পুলিশে খবর দেয় ৷ পরে দুর্গাপুর থানার পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় ৷
মুক্তি আকুরে নামে ওই বৃদ্ধ পুলিশকে জানিয়েছে, তাঁর বাড়ি অন্ডালে ৷ ছেলে আজ সকালে তাঁকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বার করে নিয়ে আসে ৷ এর পর তাঁকে ওই বহুতলের নিচে বসিয়ে রেখে অপেক্ষা করতে বলে ৷ সে তার বাবাকে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে চলে যায় ৷ এর পর ছেলের অপেক্ষায় দীর্ঘক্ষণ ধরে সেখানে বসে থাকেন বছর 70’র মুক্তি ৷ কিন্তু, ছেলে আর ফিরে আসেনি ৷ আবাসনের লোকজন তাঁকে দীর্ঘক্ষণ রাস্তায় আবর্জনার মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে ওই বৃদ্ধকে তাঁর ছেলে সেখানে ফেলে রেখে গিয়েছে ৷ পুলিশ মুক্তি আকুরেকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করায় ৷