পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 30, 2021, 7:39 PM IST

ETV Bharat / city

Durgapur : অসুস্থ বাবাকে রাস্তায় ফেলে গেল ছেলে, দুর্গাপুরে বৃদ্ধকে উদ্ধার করল পুলিশ

অসুস্থ বৃদ্ধ বাবাকে রাস্তার পাশে ফেলে রেখে চলে গেল ছেলে ৷ দুর্গাপুরের বেনাচিতির ভিড়িঙ্গিতে এই ঘটনাটি ঘটেছে ৷ পুলিশ ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ৷

A man left his sick father on street in Durgapur
অসুস্থ বাবাকে রাস্তায় ফেলে গেল ছেলে, দুর্গাপুরে বৃদ্ধকে উদ্ধার করল পুলিশ

দুর্গাপুর, 30 অগস্ট : বৃদ্ধ অসুস্থ বাবাকে রাস্তার ধারে ফেলে রেখে চলে গেল তাঁর ছেলে ৷ এমন অমানবিক ছবি দেখা গেল দুর্গাপুরের বেনাচিতির ভিড়িঙ্গিতে ৷ সেখানকার কাজোড়া কোলিয়ারি এলাকার বাসিন্দা মুক্তি আকুরেকে একটি আবাসনের নিচে আবর্জনার পাশে নামিয়ে দিয়ে চলে যায় ওই বৃদ্ধের ছেলে ৷ দুর্গাপুর বেনাচিতির ভিড়িঙ্গির ওই বহুতল আবাসনের লোকজন দীর্ঘক্ষণ তাঁকে নিচে বসে থাকতে দেখে পুলিশে খবর দেয় ৷ পরে দুর্গাপুর থানার পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় ৷

মুক্তি আকুরে নামে ওই বৃদ্ধ পুলিশকে জানিয়েছে, তাঁর বাড়ি অন্ডালে ৷ ছেলে আজ সকালে তাঁকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বার করে নিয়ে আসে ৷ এর পর তাঁকে ওই বহুতলের নিচে বসিয়ে রেখে অপেক্ষা করতে বলে ৷ সে তার বাবাকে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে চলে যায় ৷ এর পর ছেলের অপেক্ষায় দীর্ঘক্ষণ ধরে সেখানে বসে থাকেন বছর 70’র মুক্তি ৷ কিন্তু, ছেলে আর ফিরে আসেনি ৷ আবাসনের লোকজন তাঁকে দীর্ঘক্ষণ রাস্তায় আবর্জনার মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে ওই বৃদ্ধকে তাঁর ছেলে সেখানে ফেলে রেখে গিয়েছে ৷ পুলিশ মুক্তি আকুরেকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করায় ৷

অসুস্থ বাবাকে রাস্তায় ফেলে গেল ছেলে, দুর্গাপুরে বৃদ্ধকে উদ্ধার করল পুলিশ

আরও পড়ুন : Covid Vaccine : করোনার টিকাকরণ কেন্দ্রে দিলীপ, ডিসেম্বরের মধ্যে সকলকে দু’টি ডোজ দেওয়ার আশ্বাস

পুলিশ জানতে পেরেছে, বাড়িতেও মুক্তি আকুরেকে মারধর করত তাঁর ছেলে ৷ বৃদ্ধ বয়সে ছেলের কাছে বোঝা হয়ে গিয়েছিলেন, তা নিজেই বুঝতে পেরেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন তিনি ৷ তবে, ছেলে যে তাঁকে বাড়ি থেকে বের করে দেবে তা বুঝতে পারেননি তিনি ৷ মুক্তি আকুরে অসুস্থ থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ পুলিশ মুক্তি আকুরের ছেলের খোঁজ শুরু করেছে ৷

আরও পড়ুন : Visva Bharati : উপাচার্যের বাড়ির সামনে পড়ুয়াদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তি, উত্তপ্ত বিশ্বভারতী

ABOUT THE AUTHOR

...view details