পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব 9 সদস্যের - কাঁকসা

তৃণমূল পরিচালিত কাঁকসার বনকাটি পঞ্চায়েতে গোষ্ঠীকোন্দল ! প্রধানের বিরুদ্ধে অনস্থার দাবি জানিয়ে অভিযোগ বিডিওর কাছে ৷

তৃণমূল
তৃণমূল

By

Published : Oct 15, 2020, 9:02 PM IST

কাঁকসা, 15 অক্টোবর : তৃণমূল পরিচালিত কাঁকসার বনকাটি পঞ্চায়েতে গোষ্ঠীকোন্দল ! কাঁকসার বনকাটি পঞ্চায়েত প্রধান পিন্টু বাগদির বিরুদ্ধে অনস্থার দাবিতে BDO-র কাছে অভিযোগ বনকাটি পঞ্চায়েতের 9 সদস্য। বনকাটি পঞ্চায়েতের মোট 13 জন সদস্যের মধ্যে 9 জন সদস্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা করেছে কাঁকসা ব্লকের বিডিওর কাছে।

পঞ্চায়েত সদস্য রাহুল পাতরের অভিযোগ, প্রধান তাদের সঙ্গে কোনও রকম যোগাযোগ করেন না এবং এলাকার কোন কাজ তিনি করছেন না। যার ফলে এলাকার মানুষদের কাছে যেতে পারছেন না পঞ্চায়েত সদস্যারা । এছাড়া প্রধান অবৈধ বালি থেকে শুরু করে সিন্ডিকেট ও কন্ট্রাক্টদের নিয়ে ব্যাস্ত থাকেন।বেশিরভাগ দিন পঞ্চায়েতে আসেন না। যার ফলে ব্যাপক বিপাকের মধ্যে পড়েন পঞ্চায়েতে আসা মানুষজন।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান পিন্টু বাগদি। পিন্টু বাগদির পালটা অভিযোগ, "যারা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা নিজেই বিভিন্ন অবৈধ চক্রের সঙ্গে যুক্ত।" নিজেদের দলের কাদা ছোঁড়াছুড়ির ফলে দলের ক্ষতি হবে ৷ সেইজন্য তিনি আর বেশি কথা বলবেন না বলেও জানান। যদিও বিষয়টি ক্ষতিয়ে দেখে উপযুক্ত ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কাঁকসা তৃণমূল ব্লক সভাপতি দেবদাস বক্সী।

ABOUT THE AUTHOR

...view details