পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Abetment to Suicide: ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত বধূর ময়নাতদন্ত, গ্রেফতার স্বামী-শ্বশুর-শাশুড়ি - দুর্গাপুরের খবর

কন্যা হওয়ায় গৃহবধূকে (Durgapur woman death case) আত্মহত্যায় প্ররোচনা (Abetment to Suicide) দেওয়ার অভিযোগ উঠল দুর্গাপুরে ৷ গণধোলাই দেওয়া হয়েছে শাশুড়িকে ৷ গ্রেফতার করা হয়েছে মৃতার স্বামী, শাশুড়ি ও শ্বশুরকে (Housewife suicide)৷

3 arrested in Durgapur woman death case, Abetment to Suicide allegation against in-laws
কন্যা হওয়ায় বধূকে আত্মহত্যায় প্ররোচনা ! গণধোলাই শাশুড়িকে, গ্রেফতার 3

By

Published : Sep 9, 2022, 5:03 PM IST

Updated : Sep 9, 2022, 5:44 PM IST

দুর্গাপুর, 9 সেপ্টেম্বর: দুর্গাপুরের ধোবিঘাট এলাকায় এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচিত (Abetment to Suicide) করার অভিযোগ উঠল শ্বশুড়বাড়ির লোকজনের বিরুদ্ধে । কন্যা সন্তানের জন্ম দেওয়ায় ও পণের দাবিতে বধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছে তাঁর পরিবার ৷ মৃতার শাশুড়িকে গণধোলাইও দেওয়া হয় ৷ মৃতার (Housewife suicide) স্বামী, শ্বশুর, শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে ৷ এটা খুন নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখার জন্য আজ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হয়েছে ৷

এই ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার এলাকায় উত্তেজনা ছড়ায় । গৃহবধূর বাপের বাড়ির লোকজন ও স্থানীয় বাসিন্দারা মৃতার শ্বশুরবাড়ির লোকজনের উপর চড়াও হন । গোণধোলাই দেওয়া হয় গৃহবধূর শাশুড়ি সোমা নায়েককে ৷ দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে ।

মৃত গৃহবধূর নাম প্রথমা নায়েক । তাঁর বয়স 20 বছর । তিনি অণ্ডালের দুপচুরিয়া এলাকার বাসিন্দা । প্রথমা নায়েকের সঙ্গে 2019 সালের 1 ডিসেম্বর বিয়ে হয় দুর্গাপুরের ধোবিঘাট এলাকার বাসিন্দা বিশ্বজিৎ নায়কের । তিনি একটি প্রোমোটিং কোম্পানিতে কাজ করেন । অভিযোগ, বিয়ের পর থেকেই টাকা পয়সার জন্য প্রথমাকে চাপ দিতেন স্বামী বিশ্বজিৎ নায়েক, শ্বশুর দিলীপ নায়েক ও শাশুড়ি সোমা নায়েক ।

আরও পড়ুন:শহরে ফের উঠতি মডেলের রহস্যমৃত্যু, বহুতলে উদ্ধার ঝুলন্ত দেহ

বৃহস্পতিবার সকালে মৃতার স্বামী বিশ্বজিৎ নায়েক প্রথমার বাবা কাশীনাথ বিশ্বাসকে ফোন করে জানান, প্রথমা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন । তড়িঘড়ি তাঁকে দুর্গাপুর ডিএসপি মেন হাসপাতালে ভর্তি করা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা । পরিকল্পনা করেই প্রথমাকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন তাঁর শ্বশুরবাড়ির লোকেরা, এমনটাই অভিযোগ পরিবারের ।

কন্যা হওয়ায় বধূকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

প্রথমার পরিবারের তরফ থেকে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । দুর্গাপুর থানার পুলিশ মৃতার স্বামী বিশ্বজিৎ নায়েক ও শ্বশুর দিলীপ নায়েক এবং শাশুড়ি সোমা নায়েককে গ্রেফতার করে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠিয়েছে । ‌ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ ।‌ আজ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রথমার দেহের ময়নাতদন্ত করা হয়েছে ।

Last Updated : Sep 9, 2022, 5:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details