বর্ধমান, 2 মার্চ: পৌরভোটের ফল বের হওয়ার পরেই এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যপক উত্তেজনা ছড়াল বর্ধমান পৌরসভার 27 নং ওয়ার্ডের বাবুরবাগ এলাকায়। অভিযোগ তৃণমূল কংগ্রেসের সদ্য বিজয়ী কাউন্সিলর বসির আহমেদের হুমকির জেরেই এই তরুণী আত্মঘাতী হয়েছে (Youth Dead Body Found)। মৃত তরুণীর নাম তুহিনা খাতুন (27)। তাঁর বাড়ি 27 নং ওয়ার্ডের বাবুরবাগ মসজিদ সংলগ্ন নতুন পল্লিতে। যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বসির আহমেদ।
স্থানীয় ও তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, 27 নং ওয়ার্ড এলাকায় তৃণমূলের দুটি গোষ্ঠী আছে। একদল বসির আহমেদের অনুগামী। অন্যদল মুক্তার মিয়ার অনুগামী। পৌরভোটে কে টিকিট পাবে তা নিয়ে প্রার্থী ঘোষণার আগে থেকেই ঠান্ডা লড়াই চলছিল দুই গোষ্ঠীর মধ্যে। মুক্তার মিয়ার অনুগামী হিসেবে পরিচিত ছিল তুহিনা খাতুন নামে এই তরুণী। সে বিএ প্রথম বর্ষের ছাত্রী। তাঁরা তিন বোন। তাঁর অপর দুই বোনের বিয়ে হয়ে গিয়েছে। তাঁরা তিন জনেই মুক্তার মিয়ার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে কাজ করত। পৌরভোটে 27 নং ওয়ার্ডে টিকিট পায় বসির আহমেদ ওরফে বাদশা। অভিযোগ টিকিট পাওয়ার পরেই এই তরুণীর বাড়ির সামনে দেওয়ালে ছবি আঁকা হয়। এই ছবিতে দেখানো হয়েছে তিন তরুণীর ঝুলন্ত ছবি। ওই ছবি দেখিয়ে বসির আহমেদের অনুগামীরা হুমকি দিত এই তিন বোনকে এইভাবে ঝোলানো হবে। এমনকি তাদের ধর্ষণ করার হুমকি দেওয়া হয়। বসির আহমেদ টিকিট পাওয়ায় তরুণীর বাড়ির লোকজন বিষয়টি মিটমাটের জন্য বসির আহমেদের কাছে যায় কিন্তু তাদের তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এদিন বসির আহমেদ নির্বাচনে জিততেই ওই তরুণীর বাড়ির সামনে বোমা মারা হয় বলে অভিযোগ। এমনকি তার বাড়ির দরজায় লাথি মেরে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। এরপরেই ভয়ে ওই তরুণী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ। ঘটনায় এলাকায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।