পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ বর্ধমানে - Burdwan Crime news

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে সহবাস করছিল । কিন্তু বিয়ের প্রস্তাব দিলে তা করতে অস্বীকার করে বলে অভিযোগ । এরপরই ওই যুবকের বিরুদ্ধে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয় ।

physical harassment
প্রতীকি ছবি

By

Published : Jul 31, 2020, 11:56 PM IST

বর্ধমান, 31 জুলাই : বিশেষভাবে সক্ষম এক যুবতিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে । বিয়ের কথা বলায় ওই যুবতিকে ভয় দেখানো হয় বলেও অভিযোগ । অভিযুক্ত যুবকের নাম সমরেশ সামন্ত । বাড়ি বর্ধমান শহরে । ওই যুবকের বিরুদ্ধে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক ।

যুবতির দু'টি পা অসাড় । বাবা টোটো চালিয়ে সংসার চালান । বছর পাঁচেক আগে তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সমরেশ সামন্তর । মাঝে অবশ্য সেভাবে কোনও যোগাযোগ ছিল না । এরপর লকডাউনের সময় ফের তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে । অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছিল ওই যুবক । বিষয়টি জানতে পেরে বিয়ে করার জন্য সমরেশকে বলেন যুবতির মা । কিন্তু সমরেশ তা করতে অস্বীকার করে বলে অভিযোগ । ঘটনার পর থেকে সে ওই যুবতির বাড়িও যায়নি ।

এরপর সমরেশের পরিবারের কাছে বিয়ের কথা বলে যুবতির পরিবার । তখনও সমরেশ বিয়ে করতে অস্বীকার করে । এমনকী যুবতির পরিবারকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ । যদিও সমরেশের দাবি, ওই যুবতির সঙ্গে তার কোনও সম্পর্ক নেই ।

এদিকে ওই যুবকের বিরুদ্ধে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details