বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার - purbasthali
মঙ্গলবার সন্ধে থেকেই পূর্বস্থলী এলাকায় ঝোড়ো হাওয়া শুরু হয়। শুরু হয় বৃষ্টি। বুধবার সকাল থেকেই চলে বৃষ্টি । এদিন দুপুর নাগাদ কণিকা দাস নামে ওই মহিলা বাইরে বেরিয়ে কাজ করার সময় তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থানে তাঁর মৃত্যু হয়।
পূর্বস্থলী, 20 মে : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর ফলেয়া গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম কণিকা দাস (27) । যদিও মেডিকেল রিপোর্ট না আসা পর্যন্ত সঠিক কারণ জানা যাচ্ছে না, বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধে থেকেই পূর্বস্থলী এলাকায় ঝোড়ো হাওয়া শুরু হয়। শুরু হয় বৃষ্টি। বুধবার সকাল থেকেই চলে বৃষ্টি । এদিন দুপুর নাগাদ কণিকা দাস নামে ওই মহিলা বাইরে বেরিয়ে কাজ করার সময় ইলেকট্রিকের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থানে তাঁর মৃত্যু হয়। বাড়ির পাশেই তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক অনুমান, বিদ্যুতের তারে শক লেগে মহিলার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে সঠিক কারণ জানা যাবে। প্রশাসন সূত্রে জানা গেছে আমফানের কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে কি না বলা সম্ভব নয়।