পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যের তহবিলে সাড়ে তিন লাখ টাকা দিল বিভিন্ন সংগঠন - দেবু টুডু

আজ পূর্ব বর্ধমান জেলা জজ আদালতের 11 জন APP 51 হাজার টাকা জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেন।এছাড়া এই জেলায় মোট চারটি ক্লাব রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এদিন চারটি ক্লাবের পক্ষ থেকে তিন লাখ টাকার চেক প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।

relief fund
রিলিফ ফান্ড

By

Published : Apr 15, 2020, 11:37 PM IST

বর্ধমান, 15 এপ্রিল : মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 51 হাজার টাকা দিলেন পূর্ব বর্ধমান জেলা আদালতের 11 জন অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর ( A.P.P ) । এছাড়া জেলার চারটি ক্লাব মিলে মোট তিন লাখ টাকা ত্রাণ তহবিলে দান করেছে। বুধবার জেলাশাসক বিজয় ভারতী ও জেলা পরিষদের সহ-সভাপতি দেবু টুডুর হাতে এই টাকার চেক তুলে দেন তাঁরা।



আজ পূর্ব বর্ধমান জেলা জজ আদালতের 11 জন APP মোট 51 হাজার টাকা জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেন।এছাড়া এই জেলায় মোট চারটি ক্লাব রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এদিন চারটি ক্লাবের পক্ষ থেকে তিন লাখ টাকার চেক প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।



পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাপতি দেবু টুডু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে আইনজীবী, ক্লাব সহ অনেকই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাঁরা তাঁদের সাধ্যমতো কোরোনার মোকাবিলায় লড়াইয়ের জন্য মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে সাহায্য করছেন। এদিন জেলার চারটি ক্লাব তিন লাখ টাকা দিয়ে ত্রাণ তহবিলে সাহায্য করেছে।

ABOUT THE AUTHOR

...view details