কোরোনা যুদ্ধে জয়ী দু বছরের শিশু - কোরোনা যুদ্ধে জয়ী শিশু
দুই বছরের শিশু কোরোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরল । শিশুটির বাবা গুজরাতে সোনার দোকনে কাজ করতেন । সেখান থেকে ফিরে আসার পর শিশুটির কোরোনা পজিটিভ ধরা পড়ে । এই শিশুটিকে বেলেঘাটা হাসপাতালে ভরতি করা হয় । সেখানে14 দিন চিকিৎসার পর সুস্থ হয় শিশুটি । আজ ভাতারের বাড়িতে ফিরিয়ে আনা হলে শিশুটিকে সংবর্ধনা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।
ভাতার,10 জুন : কোরোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরল দুই বছরের শিশু । গুজরাতের আমেদাবাদ থেকে আসানসোল হয়ে ভাতারের কালিপাহাড়ি গ্রামের বাড়িতে ফেরে সে। শিশুটির কোরোনা পজেটিভ ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাকে বেলেঘাটা ID-তে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসায় সুস্থ হয়ে এদিন বাড়িতে ফিরলে ভাতার ব্লক প্রশাসন ও ভাতার থানার পুলিশের পক্ষ থেকে শিশুটিকে ফুল, খেলনা ও চকলেট দিয়ে সংবর্ধনা জানানো হয় ।
শিশুটির বাবা জানান, তিনি গুজরাতের আমেদাবাদে সোনা-রূপার কাজ করতেন। সেখান থেকে দু বছরের শিশু এবং স্ত্রী নিয়ে আসানসোলে ফেরেন। আসানসোলে তাদের লালারস সংগ্রহ করা হয়েছিল। তারপরই তারা ভাতারের কালিপাহাড়ি বাড়িতে ফিরে আসে। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তার বাড়িতে গিয়ে শিশুটির কোরোনা পজেটিভ ধরা পড়ার কথা জানানো হয়। এরপর এই শিশুটিকে নিয়ে যাওয়া হয় বেলেঘাটা হাসপাতালে ।
সেখানে 14 দিন চিকিৎসার পর এদিন ভাতারের বাড়িতে ফিরিয়ে আনা হলে শিশুটিকে সংবর্ধনা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।