লরির ধাক্কায় মৃত 2 - lorry crash
পূর্ব বর্ধমান জেলার ফাগুপুরে লরির ধাক্কায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। একটি লরি অন্য এক লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইকের পিছনে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে ৷
বর্ধমান, 29 জুলাই : লরির ধাক্কায় মৃত্যু হল দুই বাইক আরোহীর । ঘটনায় আহত হয়েছে একজন । ঘটনার পরই একটা পেট্রলপাম্পে ডাম্পার রেখে পালিয়ে যায় ডাম্পারচালক । বুধবার বেলায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ফাগুপুরের মেটেল DVC-র কাছে দুই নম্বর জাতীয় সড়কে।
পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন শেখ চিন্তার (24) ও শেখ রহমত (38) । দুজনেরই বাড়ি বর্ধমান শহরের খাগড়াগড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলার দিকে একটা মোটর বাইকে চেপে তিনজনে দুই নম্বর জাতীয় সড়ক ধরে গলসির দিকে যাচ্ছিলেন । মেটেল DVC সংলগ্ন এলাকায় দুটি লরি ওভারটেক করছিল । হঠাৎ একটা লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের পিছনে ধাক্কা মারে ৷ এর ফলে বাইকে চেপে থাকা একজন রাস্তার পাশে ও বাকি দুজন রাস্তার উপরেই ছিটকে পড়েন। মুহূর্তে লরিটি দুজনকে পিষে দেয়। ঘটনাস্থানেই দুজনের মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ দেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়। আহত যুবককে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। এদিকে ঘাতক লরির চালক লরিটি স্থানীয় একটা পেট্রলপাম্পে রেখে দিয়ে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা শেখ গিয়াসউদ্দিন বলেন, "তিনজনে মোটর সাইকেলে গলসির দিকে যাচ্ছিল । জাতীয় সড়কে একটা লরি অন্য লরিকে ওভারটেক করতে গিয়ে মোটর সাইকেলে ধাক্কা মারে । দুজন লরির তলায় চলে যায় । একজন আহত হয়।" স্থানীয়রা পুলিশকে খবর দেয় । পুলিশ দেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়।