পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বর্ধমানে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার 2 - বর্ধমান

বুধবার বর্ধমান শহরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মৃত্যু হয় গৌতম দাস নামের এক যুবকের ৷ শুক্রবার সেই খুনের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ ৷

image
যুবক খুনের ঘটনায় গ্রেফতার দুই

By

Published : Jun 13, 2020, 6:00 AM IST

বর্ধমান, 13 জুন : বর্ধমান শহরে যুবক খুনের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ । শুক্রবার তাদের বর্ধমান আদালতে তোলা হয় । গত বুধবার শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মৃত্যু হয় গৌতম দাস নামে ওই যুবকের ।

একটি বাইক দুর্ঘটনাকে ঘিরে এলাকার দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। কিছুক্ষণ পর এক গোষ্ঠী এলাকা থেকে চলে যায় । পরে আরও লোকজন নিয়ে এসে অন্য গোষ্ঠীর দুই যুবককে বেধড়ক মারধর করে। এদের মধ্যে গুরুতর জখম হন গৌতম দাস নামে এক যুবক । স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় । পরে চিকিৎসক গৌতমকে মৃত বলে ঘোষণা করেন।

উত্তেজিত জনতা স্থানীয় তৃণমূল নেতা বিকাশ মণ্ডলের বাড়ি ব্যাপক ভাঙচুর চালায় । খবর পেয়ে DSP হেডকোয়ার্টার সৌভিক পাত্র ও বর্ধমান থানার IC পিন্টু সাহা পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।

সেই খুনের ঘটনায় শুক্রবার দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ ধৃতদের নাম বিনোদ সাও ও উদিত দাস । তাদের সাত দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয় আদালত ৷

ABOUT THE AUTHOR

...view details