খাগড়াগড় (পূর্ব বর্ধমান), 25 মার্চ : আগ্নেয়াস্ত্র-সহ মানবপাচার চক্রের সঙ্গে যুক্ত 2 দুষ্কৃতীকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ (Two Human Traffickers Arrest in Khagraghar With Fire Arms) ৷ এদিন ভোররাতে বর্ধমান শহরের খাগড়াগড় মোড় এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃত দুই দুষ্কৃতী বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে বর্ধমান থেকে মেয়েদের ভুল বুঝিয়ে, তাঁদের বিহারের নাচের অনুষ্ঠানে নিয়ে যেত ধৃতেরা ৷ তার পর সেখান থেকে তাঁদের পাচার করে দেওয়া হত ৷
পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোররাতে বর্ধমান থানার মোবাইল ভ্যান টহল দিচ্ছিল ৷ সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ খাগড়াগড় মোড় থেকে দুই যুবককে ধরে ফেলে ৷ তাদের কাছ থেকে দু’টি পাইপগান ও দু’রাউন্ড কার্তুজ উদ্ধার হয় ৷ পুলিশ জানিয়েছে, ধৃত সঞ্জয় কুমার ও ভোলা কুমার বিহারের ঔরঙ্গাবাদের বাসিন্দা ৷ ধৃত দু’জনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তারা মানবপাচার চক্রের সঙ্গে যুক্ত ৷ বর্ধমান-সহ বিভিন্ন এলাকা থেকে তারা মেয়েদের ভুল বুঝিয়ে বিহারে বিভিন্ন নাচের অনুষ্ঠানে নিয়ে যেত। সেখান থেকে তাঁদের পাচার করে দেওয়া হত ৷