পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মানবাধিকার সংগঠনের অবজ়ারভার পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার 2 - বর্ধমানে মানবাধিকার সংগঠনের অবজ়ারভার পরিচয়ে প্রতারণা

ভুয়ো পরিচয় দিয়ে প্রতরণার অভিযোগে গ্রেপ্তার দুই ৷ বর্ধমান স্টেশন চত্বর থেকে গ্রেপ্তার করা হয় প্রতারকদের ৷

two are arrested from Burdwan for fraud case
ধৃত ব্যক্তি

By

Published : Dec 6, 2019, 11:59 PM IST

মানবাধিকার সংগঠনের অবজ়ারভার পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার 2

বর্ধমান, 6 ডিসেম্বর : ভুয়ো পরিচয় দিয়ে প্রতরণার অভিযোগে গ্রেপ্তার দুই ৷ বর্ধমান স্টেশন চত্বর থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের ৷ ধৃতদের নাম রত্নেশ্বর চক্রবর্তী ও রাজেশ মজুমদার ৷ দু'জনেরই বাড়ি হুগলির চন্দননগরে ৷ পুলিশ সূত্রে খবর, গতকাল দুপুরে বর্ধমান স্টেশনের কাছে একটি চারচাকা গাড়ির গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের ৷ পুলিশ গাড়িটিকে আটক করে ৷ ভিতরে থাকা আরোহীদের নাম, পরিচয় জানতে চায় ৷ এরপরই পুলিশ তাদের গ্রেপ্তার করে ৷


পুলিশ সূত্রে খবর, একটি মানবাধিকার সংগঠনের অবজ়ারভারের পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত তারা ৷ গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ গাড়িটিতে সংশ্লিষ্ট মানবাধিকার সংগঠনের বোর্ড ও অবজ়ারভারের স্টিকার সাঁটানো ছিল ৷ এদের মধ্যে রাজেশ গাড়িচালক ৷ রাজেশ বলে, "আমি গাড়ির ড্রাইভার ৷ বর্ধমান স্টেশনের দিকে যাচ্ছিলাম ৷" গাড়িতে অবজ়ারভার লেখা স্টিকার সাঁটানো ছিল কেন জানতে চাওয়া হলে সে জানায়, তার জানা নেই ৷ সেটা রত্নেশ্বর বলতে পারবে ৷ আজ ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয় ৷আজ ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details