পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

একশো দিনের কাজে বচসার জের, BJP কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ - কালনায় BJP কর্মীর মৃত্যু

পূর্ব বর্ধমানের কালনার পাথরঘাটার পালপাড়ায় BJP কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

100 day work
BJP কর্মীর মৃত্যু

By

Published : Sep 5, 2020, 11:57 PM IST

Updated : Sep 6, 2020, 6:53 AM IST

কালনা, 5 সেপ্টেম্বর : একশো দিনের কাজে নর্দমা তৈরিকে কেন্দ্র করে ঝামেলার জেরে BJP কর্মীকে খুনের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মৃতের নাম রবীন পাল । গুরুতর আহত অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে ভরতি করা হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

BJP-র অভিযোগ, তৃণমূল কর্মীরা পরিকল্পনা করে তাঁকে পিটিয়ে খুন করেছে । তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, ওই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তৃণমূল কর্মীর উপর হামলা চালান । বাদল পাত্র নামে এক তৃণমূল কর্মী আহত হয় । এরপর গ্রামের বাসিন্দার সঙ্গে ওই BJP কর্মীর ঝামেলা হয়। সেখানেই তিনি আহত হন । এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালনায় একশো দিনের কাজে নর্দমা তৈরিকে কেন্দ্র করে কালনার পাথরঘাটার পালপাড়া এলাকায় রবীন পালের সঙ্গে তৃণমূল কর্মী বাদল পাত্রের বচসা হয়। অভিযোগ, ঝামেলার সময় রবীন পাল ধারালো অস্ত্র দিয়ে বাদল পাত্রকে আঘাত করে । এরপর অন্য তৃণমূল কর্মীরা রবীন পালের উপর চড়াও হন। তাঁকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে কালনা মহকুমা হাসপাতালে ভরতি করা হলে সন্ধে নাগাদ মৃত্যু হয়।

BJP নেতা সুশান্ত পান্ডে বলেন, "একশো দিনের কাজের নামে BJP-র সক্রিয় কর্মী রবীন পালকে পরিকল্পনা করে 50 -60 জন ব্যক্তি পিটিয়ে খুন করেছে।"

সমস্ত অভিযোগ অস্বীকার করে কালনা 2 ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি প্রণব রায় বলেন, ওই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কর্মীকে খুনের চেষ্টা করেন। এরপর তাঁকে মারধর করেন গ্রামের বাসিন্দারা । রবীন পালের পরিবারের তরফে কালনা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

Last Updated : Sep 6, 2020, 6:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details