পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Ajoy High Tide : অজয়ে হঠাৎ বান, গোরু চরাতে গিয়ে চরের জঙ্গলে আটকে তিন গ্রামবাসী - অজয় নদ

অজয় নদের (Ajoy river) হঠাৎ বানে চরের জঙ্গলে আটকে গেলেন তিন ব্যক্তি ৷ তিনজনের নদীর চরে গোরু চরাতে গিয়েছিলেন ৷ সেইসময়ই হঠাৎ বান আসে ৷ তাঁদের খোঁজে নদীতে তল্লাশি চলছে ৷ নামানো হয়েছে স্পিডবোট ৷

অজয়ে হঠাৎ বান, আটকে পড়লেন তিন গ্রামবাসী
অজয়ে হঠাৎ বান, আটকে পড়লেন তিন গ্রামবাসী

By

Published : Sep 30, 2021, 10:38 PM IST

Updated : Oct 1, 2021, 6:11 AM IST

আউশগ্রাম, 30 সেপ্টেম্বর : নদীর চরে গোরু চরাতে গিয়েছিলেন তিন গ্রামবাসী । কিন্তু আচমকা অজয় নদের (Ajoy river) জল বাড়তে শুরু করায় ঘণ্টার পর ঘণ্টা নদীর চরে গজিয়ে ওঠা জঙ্গলে আটকে রইলেন ওই তিন গ্রামবাসী । সেই সঙ্গে আটকে পড়ে 11টি গোরু । প্রশাসনের পক্ষ থেকে স্পিডবোট পাঠিয়ে উদ্ধারকাজ শুরু হয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও ওই তিন ব্যক্তিকে উদ্ধার করা যায়নি ।

আউশগ্রামের সুন্দলপুর গ্রাম । অন্যান্য দিনের মতো এদিনও অজয় নদের চড়ে কল্যাণপুর এলাকায় 11টি গোরু নিয়ে চড়াতে যান সাজাহান মণ্ডল, রাইফেল মণ্ডল ও সামসুল খান । এদিকে হঠাৎ করে অজয় নদে জল বাড়তে শুরু করায় নদী থেকে উপরে উঠে আসতে পারেননি ওই তিনজন । তাঁদের মধ্যে একজনের কাছে মোবাইল ফোন ছিল । তিনি গ্রামে ফোন করে ঘটনার কথা জানাতেই নদীর পাড়ে গ্রামবাসীরা ভিড় জমাতে শুরু করেন । খবর পেয়ে ঘটনাস্থলে যায় আউশগ্রাম ও মঙ্গলকোট থানার পুলিশ ।

জানা গিয়েছে, মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে তাঁরা জানাতে পেরেছেন যে, চরের জঙ্গলের কোনও গাছে উঠে আশ্রয় নিতে পেরেছেন তাঁরা ৷ তবে তাঁদের এখনও খুঁজে পাননি উদ্ধারকারীরা ৷ গ্রামবাসী তনু বিবি বলেন, "ছেলেগুলো গোরু নিয়ে চরাতে গিয়েছিল । হঠাৎ অজয় নদে বান আসে । আমরা ছুটে আসি ৷ এখনও ছেলের খোঁজ পাইনি । প্রশাসনের কাছে আবেদন করছি ছেলেকে ঘরে ফিরিয়ে দিতে সাহায্য করুক ।"

জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, "আমরা স্পিডবোট পাঠিয়ে দিয়েছি । তাঁদের দ্রুত উদ্ধার করার ব্যবস্থা চলছে । প্রাকৃতিক দুর্যোগের আগেই যাতে মানুষ সচেতন হতে পারেন তার জন্য আমরা ইতিমধ্যেই সব জায়গায় মাইকিং শুরু করে দিয়েছি ৷ কিন্তু তাও মানুষ সব সময় বুঝতে পারেন না । কারণ নদীর জল আস্তে আস্তে বাড়ে । আজ রাতের দিকে অজয় নদের জলস্তর ফের বাড়তে পারে । জল বিপদসীমার আশপাশে আছে । প্লাবিত হতে পারে আউশগ্রাম 2, কেতুগ্রাম 1, কেতুগ্রাম 2, রায়না 1 এবং 2, জামালপুর, খণ্ডঘোষ ব্লক । ওই সব ব্লকের মানুষদের মাইকিং করে সতর্ক করা হয়েছে ।"

আরও পড়ুন : Durgapur Barrage : দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হল 2 লক্ষ কিউসেক জল

Last Updated : Oct 1, 2021, 6:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details