পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

এবার লড়াই হবে দ্বিমুখী নয় , ত্রিমুখী বললেন সূর্যকান্ত - সূর্যকান্ত মিশ্র

এবার আর দ্বিমুখী ভোট নয় ৷ ভোট হবে ত্রিমুখী ৷ সোমবার এই কথা বলেন সিপিআই(এম) নেতা

suryakanta mishra
সূর্যকান্ত মিশ্র

By

Published : Feb 23, 2021, 1:32 PM IST


বর্ধমান, ২3 ফেব্রুয়ারি : এবার লড়াইয়ের ময়দানে বামপন্থীরা ৷ তাই লড়াই হবে ত্রিমুখী ৷ এই দাবি করে সিপিআই(এম) নেতা সূর্যকান্ত মিশ্র বলেন," এটা 2019 নয় এটা 2021 ৷ আমরা আগের সময় একটা সিটও জিততে পারিনি ৷ কংগ্রেস পেয়েছিল সাড়ে 5 পার্সেন্ট ভোট আর সিপিএম পেয়েছিল সাড়ে সাত পার্সেন্ট ভোট অর্থাৎ দুই দল মিলে 13 শতাংশ ভোট পেয়েছিল ৷ বাকি তৃণমূল ও বিজেপি ভোট মূলত ভাগাভাগি করেছিল ৷ এবার তৃতীয় পক্ষ মাথা তুলে দাঁড়িয়েছে। এবার আর দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে না। এবার তৃতীয় পক্ষ মাথা তুলে দাঁড়িয়েছে ৷" সূর্য-র বিশ্বাস, লড়াই এবছর দ্বিমুখী হওয়ার কোনও সুযোগ নেই, লড়াই হবে ত্রিমুখী ৷ তার সে কথার যুক্তিও দিয়েছেন তিনি ৷ তিনি বলেন," এখন আর কেউ বলতে পারবেনা যে মাইক্রোস্কোপে খুঁজে দেখতে হচ্ছে সিপিআই(এম)-কে ৷ তাই বিজেপি ও তৃণমূলের চিন্তায় কপালে ভাঁজ পড়তে শুরু করেছে ৷ কারণ তারা বুঝে গেছে লড়াইয়ের ময়দানে বামপন্থীরা আছে। "বর্ধমানের দেওয়ানদিঘিতে এক স্মরণসভায় এসে একথা বললেন সিপি(আই)এম নেতা সূর্যকান্ত মিশ্র।

দ্বিমুখী নয় , ত্রিমুখী লড়াই হবে, মন্তব্য সূর্যের
তিনি ফুরফুরা শরীফের হয়ে বলেন, "ইন্ডিয়া সেকুলার ফন্ট নামে আরও একটা মঞ্চ তৈরি হয়েছে। যেখানে সামাজিক শক্তিগুলো যেমন সংখ্যালঘু, আদিবাসী, তপশিলি, সংখ্যালঘুদের বিভিন্ন সংগঠন আছে ৷ সবাইকে নিয়ে একটা মঞ্চ তৈরি করা হয়েছে। তাই সবাইকে একজোট হয়ে লড়াই করতে হবে।

আরও পড়ুন :খড়্গপুরে শ্যামাপ্রসাদের নামে হাসপাতাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

লড়াইয়ের জন্য আমরা একটা ঐক্য মঞ্চ গড়ে তুলতে চাই। আর শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে সরালে হবেনা। ওই যে দিল্লিতে বিজেপি রয়েছে তাই সব বিরোধীরা একজোট হচ্ছে।" দলবদল নিয়ে তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করেন সূর্য ৷ তিনি বলেন, "পৌর প্রধান, উপপ্রধান এমপি এমএলএ সবাই চলে যাচ্ছে আর কজন যেতে বাকি আছে সেটা জানি না। তবে লিস্ট দেখছি এর পরেও যাবে । আমি শুধু ভাবি মুখ্যমন্ত্রী আর হরিশ চ্যাটার্জি স্ট্রিট সেটা কবে গিয়ে বিজেপিতে ঢুকে যাবে সেটা শুধু সময়ের অপেক্ষা। আর যদি দেখেন এরা দুজন সরকার গড়তে পারেনি তাহলে এরা দুজনে একসঙ্গে মিলে সরকার গড়ার চেষ্টা করবে। তাই আমাদের অনেক বড় ঐক্য দরকার যাতে তৃণমূল-বিজেপি মিলেও এখানে সরকার করতে না পারে।"

ABOUT THE AUTHOR

...view details