বর্ধমান, 28 এপ্রিল : লকডাউনের নিয়ম মেনে ব্যবসায়ীরা ব্যবসা করছেন কি না তা খতিয়ে দেখতে বর্ধমানের একাধিক বাজারে অভিযান চালাল টাস্কফোর্স ।
লকডাউন মানা হচ্ছে তো ? বর্ধমানের একাধিক বাজারে অভিযান টাস্কফোর্সের - task force
মঙ্গলবার বর্ধমান শহরের বিভিন্ন বাজার এলাকা পরিদর্শনে যায় টাস্কফোর্স ।
গত শনিবার থেকে সোমবার পর্যন্ত বর্ধমান শহরের কয়েকটি জায়গায় কিছু দোকানপাট নতুন করে খুলতে থাকে। জামা-কাপড়ের দোকান, বইয়ের দোকান , হার্ডওয়ারের দোকান খুলতে দেখা যায়। খবর পেয়ে সেগুলি বন্ধ করে দেয় পুলিশ ।
আজ বর্ধমানের একাধিক এলাকা ঘুরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছাড়া অন্য সব দোকান বন্ধ করে দেয় টাস্কফোর্স । সবজি বাজার কিংবা মুদিখানার দোকানে জিনিস কেনার সময় সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে কি না, ক্রেতা-বিক্রেতারা সবাই মাস্ক পরেছেন কি না তাও খতিয়ে দেখে দলটি।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, লকডাউনে কেউ যদি দোকানপাট খোলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।