পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

লকডাউন মানা হচ্ছে তো ? বর্ধমানের একাধিক বাজারে অভিযান টাস্কফোর্সের

মঙ্গলবার বর্ধমান শহরের বিভিন্ন বাজার এলাকা পরিদর্শনে যায় টাস্কফোর্স ।

task force
টাস্ক ফোর্স

By

Published : Apr 28, 2020, 7:46 PM IST

বর্ধমান, 28 এপ্রিল : লকডাউনের নিয়ম মেনে ব্যবসায়ীরা ব্যবসা করছেন কি না তা খতিয়ে দেখতে বর্ধমানের একাধিক বাজারে অভিযান চালাল টাস্কফোর্স ।

গত শনিবার থেকে সোমবার পর্যন্ত বর্ধমান শহরের কয়েকটি জায়গায় কিছু দোকানপাট নতুন করে খুলতে থাকে। জামা-কাপড়ের দোকান, বইয়ের দোকান , হার্ডওয়ারের দোকান খুলতে দেখা যায়। খবর পেয়ে সেগুলি বন্ধ করে দেয় পুলিশ ।

আজ বর্ধমানের একাধিক এলাকা ঘুরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছাড়া অন্য সব দোকান বন্ধ করে দেয় টাস্কফোর্স । সবজি বাজার কিংবা মুদিখানার দোকানে জিনিস কেনার সময় সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে কি না, ক্রেতা-বিক্রেতারা সবাই মাস্ক পরেছেন কি না তাও খতিয়ে দেখে দলটি।

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, লকডাউনে কেউ যদি দোকানপাট খোলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

ABOUT THE AUTHOR

...view details