পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আটকে পড়া 1300 তাঁতশিল্পীকে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য মন্ত্রীর - তাঁত শিল্পী

পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার ধাত্রীগ্রাম, কালনা, সমুদ্রগড় সহ বিভিন্ন এলাকায় উত্তরবঙ্গের তাঁত শিল্পীরা আটকে আছেন। তাঁদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন মন্ত্রী ।

food
স্বপন দেবনাথ

By

Published : Apr 13, 2020, 10:18 PM IST

কালনা, 13 এপ্রিল : উত্তরবঙ্গ থেকে আসা তাঁত শিল্পীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ। আজ ধাত্রীগ্রাম, কালনা, সমুদ্রগড় সহ একাধিক এলাকায় প্রায় 1300 তাঁত শিল্পীর হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া আজ বর্ধমান শহরে চিকিৎসার জন্য আসা রোগী ও তাদের আত্মীয়দের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন মন্ত্রী ।


লকডাউনের জেরে পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার ধাত্রীগ্রাম, কালনা, সমুদ্রগড় সহ একাধিক এলাকায় উত্তরবঙ্গের তাঁত শিল্পীরা আটকে আছেন। প্রতি বছর উত্তরবঙ্গের কোচবিহার, গঙ্গারামপুর, মালদা ছাড়াও দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ থেকে প্রচুর তাঁত শিল্পী এই এলাকায় কাজ করতে আসেন। লকডাউনের জেরে প্রায় 1300 কর্মী বাড়ি ফিরতে পারেননি। বন্ধ তাঁতশিল্প। এদিকে রেশন কার্ড না থাকায় তাঁরা তাঁদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী রেশন দোকান থেকে পাচ্ছেন না। আজ তাঁদের হাতে চাল, ডাল সহ অন্য সামগ্রী তুলে দেন মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়া আজ বর্ধমান শহরে চিকিৎসার জন্য আসা রোগী ও তাদের আত্মীয়দের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন তিনি । এই পরিষেবা প্রতিদিন চালু থাকবে বলেও তিনি জানান ।


স্বপনবাবু বলেন, উত্তরবঙ্গ থেকে কাজ করতে আসা 1300 তাঁত শিল্পীদের যেহেতু রেশন কার্ড নেই তাই তাঁদের কথা ভেবে চাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হল।

ABOUT THE AUTHOR

...view details