গলসি, ৩ মার্চ : ক্যানেলের বাঁধ ভেঙে DVC-র জল জমিতে ঢুকে পড়ায় আলু চাষে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। পূর্ব বর্ধমান জেলার গলসির কাশপুর এলাকার ঘটনা। বিষয়টি প্রশাসনকে জানিয়ে ক্ষতিপূরণের আবেদন করেছেন চাষিরা। স্থানীয় সূত্রে জানা গেছে, DVC-র ছাড়া অতিরিক্ত জলে বাঁধ ভেঙে গিয়ে সেই জল এলাকায় চাষের জমিতে ঢুকে গেছে।
ক্যানেলের বাঁধ ভেঙে ভাসল জমি, আলুচাষে ক্ষতির আশঙ্কা - গলসির কাসপুর এলাকায় আলু চাষিরা সমস্যায়
পূর্ব বর্ধমান জেলার গলসির কাসপুর এলাকায় আলু চাষিদের মাথায় হাত ।ক্যানেলের বাঁধ ভেঙে DVC-র জল ঢুকে পড়ায় আলু চাষে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।
ক্যানেলের বাঁধ ভেঙে ভাসলো আলু চাষের জমি
এবছর আলুর খুব ভালো ফলন হয়েছিল। কিন্তু, DVC-র ছাড়া অতিরিক্ত জল বাঁধ ভেঙে ঢুকে পড়ায় আলুর খেত ডুবে গেছে। ফলে, তাঁরা ক্ষতির মুখে পড়বেন।
Last Updated : Mar 3, 2020, 10:34 PM IST