পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

হোটেলে উদ্ধার কর্মীর দেহ, CCTV ফুটেজ লোপাটে বাড়ছে রহস্য

গতকাল তুলসীডাঙ্গার একটি হোটেলের ভাঁড়ার ঘর থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধার হয় । হোটেলের মালিকসহ এক কর্মীকে পুলিশ আটক করেছে । তদন্তে নেমেছে নাদনঘাট থানার পুলিশ ।

By

Published : Jan 24, 2020, 1:37 PM IST

The body of the teenager rescued
হোটেলের ভাঁড়ার ঘর থেকে উদ্ধার কিশোরের দেহ

নাদনঘাট (কালনা), 24 জানুয়ারি: হোটেলে উদ্ধার কিশোরের মৃতদেহ । নাদনঘাট থানার তুলসীডাঙা এলাকার ঘটনা । মৃতের নাম রাকেশ মোদক (16) । গত 8 দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি । তার বাড়ি দোগাছিয়া পঞ্চায়েতের ভাতশালা এলাকায় । হোটেলের কর্মচারী ছিল সে ।

বৃহস্পতিবার হোটেল থেকে দুর্গন্ধ বের হচ্ছিল । স্থানীয়রা পুলিশকে জানালে ঘটনাস্থানে আসে । এরপর ভাঁড়ার ঘর থেকে দেহ উদ্ধার হয় । ঘটনার জেরে পুলিশ ওই হোটেলের মালিক সহ আরও এক ব্যক্তিকে আটক করে । মৃতের পরিবারের অভিযোগ, রাকেশকে খুন করে ওই হোটেলে ফেলে রাখা হয়েছিল । দোষীদের শাস্তির দাবি জানায় তারা ।

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, পূর্বস্থলীর ওই কিশোর দিন 20 আগে তুলসীডাঙার ওই হোটেলে কাজে যোগ দিয়েছিলেন । গত 14 জানুয়ারি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান । পরিবারের লোকজন নাদনঘাট থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন । পরিবারের তরফ থেকে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের বাড়িতে রাকেশের খোঁজ নিয়েছিলেন । কিন্তু খোঁজ মেলেনি ।

মৃতের মামা বুদ্ধদেব মোদক বলেন, "ওই হোটেলে অসাধু কাজকর্ম চলে বলে জানা যায় । ভাগনা হয়তো এমন কিছু দেখে ফেলেছিল যার জন্য তাকে মেরে ফেলা হয়েছে । এটা আমাদের অনুমান ।" তদন্তে নেমেছে পুলিশ ।

পুলিশ আরও জানিয়েছে, হোটেলের ঘরগুলিতে CCTV ক্যামেরা রয়েছে । কিন্তু কোনও ফুটেজ পাওয়া যায়নি । ক্যামেরাগুলি ছাদের দিকে উলটানো, নয়তো গামছা দিয়ে মোড়ানো ছিল । এমনকী, হোটেলটি দিনের বেলায় বন্ধ থাকত এবং রাতের বেলায় খোলা থাকত ৷

ABOUT THE AUTHOR

...view details