পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বর্ধমানে দামোদরের তীরে শুটিং ঘিরে উত্তেজনা - দামোদরের তীরে শুটিং

উদ্দেশ্য ছিল ফেসবুকের জন্য় শুটিং করা ৷ এজন্য বর্ধমানের চৈতপুড়ে দামোদর নদের পাড়ে সকালে হাজির হয় চারজন যুবক-যুবতি ও এক মহিলা ৷ কিন্তু শুটিং করতে গিয়ে গ্রামবাসীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ল তারা ৷ উত্তেজনার মধ্য়ে দুই যুবক-যুবতি কোনও রকমে পালিয়ে গেলেও তিনজনকে স্থানীয় ক্লাব ঘরে আটকে রাখে গ্রামবাসীরা ৷ পরে পুলিশ গিয়ে আটক তিনজনকে উদ্ধার করে ৷

Facebook shooting
শুটিং ঘিরে উত্তেজনা

By

Published : Sep 2, 2020, 7:47 PM IST


বর্ধমান, 2 সেপ্টেম্বর : ফেসবুক শুটিং করতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে বিবাদের জেরে তীব্র উত্তেজনা ছড়াল বর্ধমানের চৈতপুড়ে। এই ঘটনায় দুই যুবক-যুবতি ও এক মহিলাকে আটক করে গ্রামবাসীরা। অভিযুক্ত দুই যুবক পালিয়ে যায়। এই খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটকে রাখা তিনজনকে উদ্ধার করে নিয়ে যায় থানায়।

দামোদরের তীরে শুটিং ঘিরে উত্তেজনা
গ্রামবাসীদের অভিযোগ, সোশাল মিডিয়ায় শুটিং করার নাম করে বাইরে থেকে অল্প বয়সী যুবক যুবতিরা এসে গ্রামের আশেপাশে দামোদরের পাড়ে অসামাজিক কাজকর্ম করে বেড়ায়। এদিনও কয়েকজন যুবক-যুবতি এসে শুটিংয়ের নামে রাস্তা আটকে রেখেছিলেন ৷ তখন গ্রামের কয়েকজন সবজি ব্যবসায়ী সবজি নিয়ে গেলে তাদের ফেলে দেয়। ওই সময় তাদের সঙ্গে হাতাহাতি হয়। গ্রামের লোকজন ছুটে এলে এদের মধ্যে থেকে অভিযুক্ত দুই যুবক পালিয়ে যায়। বাকি তিনজন পালাতে না পারায় তাদের নিয়ে এসে আটক করা হয়। গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চারজন যুবক-যুবতি ও এক মহিলা বুধবার সকালে ফেসবুক শুটিং করতে দামোদর নদের পাড়ে চৈতপুর গ্রামে যান। সেখানে শুটিং চলাকালীন রাস্তার মাঝে কয়েকজন গ্রামবাসী সাইকেল নিয়ে যাচ্ছিলেন। যুবক-যুবতিদের অভিযোগ, তাদের বারণ করা সত্ত্বেও তারা শুটিংয়ের মাঝে ঢুকে পড়ে। ওই সময় বাধা দিতে গেলে গ্রামবাসীদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। উভয় পক্ষই এতে কমবেশি জখম হয়েছে। গ্রামে এই খবর পৌছতেই গ্রামবাসীরা এসে তাদের ঘিরে ধরে। তার ফাঁক দিয়ে দুই যুবক পালিয়ে যায়। এক যুবক-যুবতি ও মহিলাকে আটক করে গ্রামের একটি ক্লাব ঘরে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। খবর পেয়ে বর্ধমান থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ABOUT THE AUTHOR

...view details