বর্ধমান,19 মে : কোরোনা মোকাবিলায় জরুরি বৈঠক করলেন মন্ত্রী স্বপন দেবনাথ ।কোরোনা পরিস্থিতি মোকাবিলায় আজ জরুরি বৈঠকে বসলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের আধিকারিকরা । রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের নেতৃত্বে আজ বৈঠক হয় । রেশন চাল বিলি নিয়ে মূলত এই পর্যালোচনা বৈঠক হয় বলে জানান মন্ত্রী স্বপন দেবনাথ।
কোরোনা মোকাবিলায় জরুরি বৈঠক মন্ত্রী স্বপন দেবনাথের - corona
কোরোনা পরিস্থিতি মোকাবিলায় আজ জরুরি বৈঠকে বসলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের আধিকারিকরা । রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের নেতৃত্বে আজ বৈঠক হয় । রেশন চাল বিলি নিয়ে মূলত এই পর্যালোচনা বৈঠক হয় বলে জানান মন্ত্রী স্বপন দেবনাথ।
তিনি বলেন, "জেলায় অনেকের ডিজিটাল রেশন কার্ড নেই । আবেদন করেও অনেকে পায়নি বলে অভিযোগ এসেছে । তাঁদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফুড কুপন দেওয়া হয়েছে। কিন্তু এই ফুড কুপন বিলি কতদূর হয়েছে, সকলেই পেয়েছে কিনা এইসব নিয়ে বৈঠকে আলোচনা হয়। যদি কেউ বাদ পড়ে যাযন বা কুপন এখনও হাতে পাননি তাঁকে দ্রুত কুপন বিলি করতে হবে । কেউ জেলায় অভুক্ত থাকবে না । রেশন থেকে কেউ যাতে বঞ্চিত না হয় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে ।"
পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের কাজ নিয়েও এদিন আলোচনা হয় । তাঁরা যাতে 100 দিনের কাজ পান সে বিষয়ে নজর রাখতে বলা হয়েছে। জব কার্ডের জন্য ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা নিয়েও আলোচনা হয় । এদিনে বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা ও জেলা পরিষদের সমস্ত আধিকারিকরা ।