পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

20 মাসের শিশুর পেটে ভ্রূণ! বিরল অস্ত্রোপচার বর্ধমানে - Fetus in fetu

CT স্ক্যানে ধরা পড়ে এক বছর আট মাস বয়সের এক শিশুর অন্য একটি ভ্রূণ আছে। বর্ধমান মেডিকেল কলেজের শল্য চিকিৎসক ডাঃ নরেন্দ্রনাথ মুখার্জির নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল টিম ও তাদের সঙ্গে ১০ জনের একটি অ্যানাস্থেসিয়া টিম দু'ঘণ্টার জটিল অপারেশনের মাধ্যমে ওই শিশুর পেট থেকে ভ্রূণটি বের করে।

s

By

Published : Apr 11, 2019, 8:50 PM IST

বর্ধমান, 11 এপ্রিল : এক বছর আট মাস বয়সের এক শিশুর পেট থেকে বের হল অপর এক ভ্রূণ। বর্ধমান মেডিকেল কলেজের শল্য চিকিৎসক ডাঃ নরেন্দ্রনাথ মুখার্জির নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল টিম ও তাদের সঙ্গে ১০ জনের একটি অ্যানাস্থেসিয়া টিম দু'ঘণ্টার জটিল অপারেশনের মাধ্যমে ওই শিশুর পেট থেকে ভ্রূণটি বের করে।

চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণত পাঁচ লাখ শিশুর মধ্যে একজনের ক্ষেত্রেই এই ধরনের ঘটনা ঘটে থাকে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বীরভূমের নানুর থানা এলাকায় বাড়ি ওই শিশুর। তার পরিবার কয়েক মাস ধরে লক্ষ্য করছিল, পেটের একটা অংশ শক্ত হয়ে ফুলে উঠছে। এরপরেই শিশুটির বাবা মা তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে CT স্ক্যানে ধরা পড়ে তার পেটে অন্য একটি ভ্রূণ আছে।

চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসা পরিভাষায় এই ধরনের ভ্রূণকে বলা হয় ফিটাস ইন ফিটু- এর অর্থ হল মায়ের যমজ সন্তান জন্মাতে পারত। কিন্তু তা না হয়ে দ্বিতীয় ভ্রূণটি অন্য ভ্রূণের পেটে চলে গেছে। এর জেরে শিশুর পেটে টিউমারের মতো অপর ভ্রূণটি বৃদ্ধি পেয়েছে।

অপারেশনের পর ডাঃ নরেন্দ্রনাথ মুখার্জি বলেন, "শিশুটির পেটে হাত দিয়েই বুঝতে পারি তার পেটে অন্য একটা ভ্রূণ বড় হচ্ছে। সাধারণত পাঁচ লাখের মধ্যে এই ধরনের একটা ঘটনা ঘটে থাকে। দু'ঘণ্টার জটিল অপারেশনের পরে সেই ভ্রূণ বের করা হয়েছে। শিশুটি সুস্থ আছে।"

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার উৎপল দাঁ বলেন, "এটা বিরলতম অপারেশন। এই ধরনের অপারেশন বর্ধমান মেডিকেল কলেজে করা হয়েছে। এটা আমাদের সাফল্য।"

ABOUT THE AUTHOR

...view details