বর্ধমান, 11 এপ্রিল : এক বছর আট মাস বয়সের এক শিশুর পেট থেকে বের হল অপর এক ভ্রূণ। বর্ধমান মেডিকেল কলেজের শল্য চিকিৎসক ডাঃ নরেন্দ্রনাথ মুখার্জির নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল টিম ও তাদের সঙ্গে ১০ জনের একটি অ্যানাস্থেসিয়া টিম দু'ঘণ্টার জটিল অপারেশনের মাধ্যমে ওই শিশুর পেট থেকে ভ্রূণটি বের করে।
চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণত পাঁচ লাখ শিশুর মধ্যে একজনের ক্ষেত্রেই এই ধরনের ঘটনা ঘটে থাকে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বীরভূমের নানুর থানা এলাকায় বাড়ি ওই শিশুর। তার পরিবার কয়েক মাস ধরে লক্ষ্য করছিল, পেটের একটা অংশ শক্ত হয়ে ফুলে উঠছে। এরপরেই শিশুটির বাবা মা তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে CT স্ক্যানে ধরা পড়ে তার পেটে অন্য একটি ভ্রূণ আছে।