বর্ধমান, 14 ফেব্রুয়ারি : জেলা প্রশাসনের পদস্থ কর্তার মুখোমুখি স্কুলের ছাত্রীরা । এই অভিনব উদ্যোগ নেওয়া হল বর্ধমানে । এক্সপোজ়ার ভিজ়িট নামে এই কর্মসূচিতে শুক্রবার পূর্ব বর্ধমান জেলা পরিষদে উপস্থিত হয়েছিল 125 জন ছাত্রী । এরা সকলেই এসেছিল কালনা এক নম্বর ব্লকের ইচ্ছাপুর হাইস্কুল থেকে । এদের মুখোমুখি হলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু ।
সরকারি প্রকল্প নিয়ে ছাত্রীদের মুখোমুখি দেবু টুডু
এক্সপোজ়ার ভিজ়িট নামে এক কর্মসূচি । অভিনব এই কর্মসূচিতে জেলা পরিষদের উচ্চ কর্তার মুখোমুখি ছাত্রীরা । কালনা এক নম্বর ব্লকের ইচ্ছাপুর হাইস্কুল থেকে জেলা পরিষদে উপস্থিত হয়েছিল 125 জন ছাত্রী । তাদের মুখোমুখি হলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু । ঘরোয়া আলোচনায় দেবু টুডুকে সরকারি নানা প্রকল্প নিয়ে প্রশ্ন করে ছাত্রীরা ।
খোলামেলা আলোচনা উঠে এল সরকারি প্রকল্পের নানা কথা । প্রশাসনিক কর্মকর্তার কাছে নানা অভাব অভিযোগ সরাসরি জানাবার সুযোগ পেল ছাত্রীরা । এই রকম খোলামেলা আলোচনা খুশি সবাই । দেবু টুডু বলেন, এই পরিকল্পনা করা হয়েছে যাতে ছাত্রীরা হাতে-কলমে নানা প্রকল্পের কথা জানতে পারে ও অন্যদের জানাতে পারবে । এছাড়াও প্রশাসন ঠিক কীভাবে কাজ করে সে সম্পর্কে অবহিত হবে । আজ প্রথমেই 125 জন ছাত্রীকে নিয়ে জেলা পরিষদের হাজির হন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা । এদের একটি দল বিজ্ঞানকেন্দ্র গিয়েছিল । বাকিরা সকলে হাজির হয় জেলা পরিষদে । ঘরোয়া আলোচনায় মুখোমুখি হয়েছিলেন দেবু টুডু ।
আলোচনার প্রথমেই তিনি সবার সামনে তুলে ধরেন কীভাবে জেলা প্রশাসন কাজ করে । এরপর ছাত্রীরা পালা করে সরকারি বিভিন্ন প্রকল্পের কথা জানতে চায় । রাস্তাঘাট সহ গ্রামোন্নয়ন নানান সমস্যার বিষয়ে সরাসরি নানান কঠিন প্রশ্ন করেছিল জেলার অন্যতম জনপ্রতিনিধিকে । সব প্রশ্নের উত্তর দিয়েছেন দেবু টুডু । ছাত্রীরা জানিয়েছে, অনুষ্ঠান তাদের খুব ভালো লেগেছে । তারা অনেক কিছু জানতে পেরেছে ।