বর্ধমান, 27 নভেম্বর: উপাচার্যকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ৷ মঙ্গলবার সন্ধ্যে থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে উপাচার্য নিমাইচন্দ্র সাহাকে ঘেরাও করে চলে বিক্ষোভ ৷
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরে বিক্ষোভ - Students agitation with the VC of Burdwan University
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে সন্ধে থেকে রাত পর্যন্ত উপাচার্য নিমাইচন্দ্র সাহাকে ঘেরাও করে চলে বিক্ষোভ ।
ছাত্রছাত্রীরা বেশ কিছু বিষয় নিয়ে তাঁকে অভিযোগ জানিয়েছিলেন ৷ 2019-2021 শিক্ষাবর্ষে ভরতি শেষ হওয়ার পর তাঁদেরকে ক্লাস করার সময় দেওয়া হচ্ছে না বিশ্ববিদ্যালয় থেকে ৷ এই অভিযোগের পাশাপাশি আরও বেশ কয়েকটি দাবি নিয়ে উপাচার্যকে ঘেরাও চলে ৷ ছাত্রাবাস এবং ছাত্রীনিবাসের ঘরগুলির অবস্থা বেহাল ৷ বৃষ্টির সময় ছাদ থেকে জল পড়ে ৷ এছাড়া খাবারের গুণগতমান দিনের পর দিন খারাপ হচ্ছে ৷ এই বিষয়টি আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছিল ৷ কিন্তু তাতে কোনও সুরাহা মেলেনি ৷
এই দুই বিষয় সহ আরও কিছু সমস্যা নিয়ে বেশ কিছুদিন আগে উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ চালিয়েছিল ৷ উপাচার্য 24 ঘণ্টার মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন ৷ কিন্তু তারপরেও বেশ কয়েকদিন কেটে গেছে অথচ সমস্যার সমাধান হয়নি ৷