পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Student Died : মরশুমের প্রথম কালবৈশাখী, বলি 1

কালবৈশাখি ঝড়ে গাছের ডাল পড়ে ছাত্রীর মৃত্যু (Student Died)৷

Student Died
মরশুমের প্রথম কালবৈশাখী, বলি 1

By

Published : Apr 29, 2022, 11:09 PM IST

কেতুগ্রাম, 29 এপ্রিল : বছরের প্রথম কালবৈশাখীর ঝড়ে গাছের ডাল ভেঙে মৃত্যু হল এক ছাত্রীর। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের চরখি গ্রামের ঘটনা। মৃত ছাত্রীর নাম মৌসুমী খাতুন (12)। কেতুগ্রাম 2 ব্লকের বিল্বেশ্বর পঞ্চায়েতের চরখি গ্রামের বাসিন্দা সে (student died when a tree branch fell in the Kalbaishakhi )।

প্রচণ্ড গরমের পরে শুক্রবার বিকেল থেকে পূর্ব বর্ধমান জেলা জুড়ে শুরু হয় ঝড়-বৃষ্টি । এদিন বিকালে সাইকেলে চেপে বাড়ির পাশেই একটা বাগানে খেলা করতে চায় মৌসুমী । ঝড়ে গাছের ডাল ভেঙে মৌসুমীর মাথায় পড়ে। সেখানে অজ্ঞান হয়ে যায় মৌসুমি। স্থানীয়রা তাকে তড়িঘড়ি উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় । সেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন:Heavy Rain And Thunderstorm: অবশেষে স্বস্তির বৃষ্টি হুগলিতে

এদিকে ঝড়ের কারণে ওভারহেডের তারে সমস্যা দেখা দেওয়ায় ব্যান্ডেল কাটোয়া শাখায় ট্রেন চলাচল ব্যহত হয় । প্রায় কুড়ি মিনিট বন্ধ থাকে ট্রেন চলাচল। পাশাপাশি ঝড়ের দাপটে কেতুগ্রাম এলাকার বিরুরিতে একাধিক মাটির বাড়ির চাল উড়ে যায়, বিভিন্ন এলাকায় গাছ পড়ার খবর পাওয়া গেছে।

ABOUT THE AUTHOR

...view details