বর্ধমান, 2 অক্টোবর : শুরু হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক স্তরের পরীক্ষা ৷ কিন্তু স্মার্ট ফোন না থাকার কারণে পরীক্ষা দিতে পারল না এক ছাত্রী ৷ বিষয়টি নিয়ে সরব হয়েছে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া ।
স্মার্ট ফোন না থাকায় স্নাতক স্তরের পরীক্ষা দিতে পারল না ছাত্রী - Burdwan university student
সুমিত্রা সোরেন বলে, "আমার কাছে কোনও স্মার্টফোন ছিল না । ফলে ফর্ম ফিল আপ করতে পারিনি । আমি জানতেও পারিনি কবে ফর্ম ফিল আপ হবে ।"
ওই ছাত্রীর নাম সুমিত্রা সোরেন ৷ গতকাল সে ফর্ম ফিল আপের বিষয়টি নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ৷ কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু সে ফর্ম ফিল আপ করতে পারেনি তাই এবছর পরীক্ষা দিতে পারবে না । এই বিষয়ে সুমিত্রা সোরেন বলে, "আমার কাছে কোনও স্মার্টফোন ছিল না । ফলে ফর্ম ফিল আপ করতে পারিনি । আমি জানতেও পারিনি কবে ফর্ম ফিল আপ হবে । তাই ফর্ম ফিল আপ হয়ে গেলেও আমি তা করতে না পারায় আমার অ্যাডমিট কার্ড আসেনি । আমি বর্ধমান উইমেন্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী । আর্থিক অবস্থা খুবই খারাপ । বাড়িতে আমি আর মা থাকি । বাবা নেই । সংসার চালাতে মায়ের সঙ্গে মাঠে কাজ করি । গত দু'দিন আগে একটা মোবাইল ফোন কিনেছি । গতকাল আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করা হয় । সেখান থেকে জানতে পারি আজকে পরীক্ষা আছে । বিশ্ববিদ্যালয়কে জানানো হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় যেহেতু ফর্ম ফিল আপ করতে পারিনি তাই পরীক্ষায় বসতে পারব না ।"
এই বিষয়ে SFI-র পক্ষ থেকে জানানো হয়, তাদের সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছিল । কিন্তু তারাও জানিয়ে দিয়েছে এই বিষয়ে তাদের কিছু করার নেই ।