বর্ধমান, 8 জুলাই: বিষ মদ খেয়ে বর্ধমানে মৃত 3। বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা এলাকায় ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাহির সর্বমঙ্গলা পাড়া এলাকায় 5 জন মদ্যপানের পরেই অসুস্থ হয়ে পড়েন ৷ তাদের মধ্যে দু’জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে (Several died in Burdwan due to poisonous alcohol) । মৃতদের নাম শেখ সুবরতি (34) ও শেখ হালিম (43)। অপরজনের নাম এখনও জানা যায়নি ৷ বাকি দু’জনকে বর্ধমান শহরের একটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।
মৃতদের পরিবারের আত্মীয়দের দাবি, মদ খাওয়ার পরে বিষক্রিয়া শুরু হয় । তাদের মুখ থেকে ফেনা বেরোতে শুরু করে । এরপরেই তাদের মৃত্যু হয় । এক মৃতের আত্মীয় হাবিবুর শেখ বলেন, "সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যে সবসময় তারা নেশা করে থাকত । তবে কী মদ খেতে জানিনা । বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ তারা বাড়ি থেকে বেরিয়ে যায় । রাতের দিকে খবর পাই তারা অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। মদে বিষক্রিয়া হয়েছে বলেই ফেনা বের হচ্ছিল।’’