পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোয়ারান্টাইনে বর্ধমান ডেন্টাল কলেজের 4 চিকিৎসক সহ 7 - বর্ধমান ডেন্টাল কলেজ

বর্ধমান ডেন্টাল কলেজের চার চিকিৎসক, একজন নার্স ,দুই হাউস স্টাফ সহ সাতজনকে হোম কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।

home quarantine
কোয়ারানটাইন

By

Published : Apr 23, 2020, 6:08 PM IST

বর্ধমান, 23 এপ্রিল : বর্ধমান ডেন্টাল কলেজের চার চিকিৎসক সহ সাতজনকে হোম কোয়ারান্টাইনে পাঠানো হল । স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, হাওড়া জেলার বাসিন্দা এক চিকিৎসকের বাবা কোরোনায় আক্রান্ত হয়েছেন । সম্প্রতি ওই চিকিৎসক বর্ধমান ডেন্টাল কলেজে এসেছিলেন।


জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, হাওড়া জেলার এক চিকিৎসকের বাড়িও ওই জেলাতেই। ওই চিকিৎসকের বাবা কোরোনায় আক্রান্ত হয়েছেন । হাওড়ার ওই চিকিৎসক প্রথমে তা জানতেন না । তিনি সম্প্রতি বর্ধমান ডেন্টাল কলেজে এসেছিলেন। তাঁর সংস্পর্শে আসা চার চিকিৎসক, একজন নার্স ,দুই হাউস স্টাফ সহ সাতজনকে হোম কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।


এদিকে এই খবর ছড়িয়ে পড়ার পর অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details