বর্ধমান, 23 এপ্রিল: বর্ধমানের কোরোনা নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া দু'জন রোগীর রিপোর্ট নেগেটিভ । জানাল স্বাস্থ্য দপ্তর। যদিও পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের দেওয়া বুলেটিনে এই রিপোর্ট সংক্রান্ত তথ্য উল্লেখ করা হয়নি। অন্যদিকে, বৃহস্পতিবার বর্ধমানের কোরোনা নিরাময় কেন্দ্রে নতুন করে আরও 22 জন ভরতি হয়েছেন। সব মিলিয়ে বর্তমান সেখানে কোরোনা উপসর্গ নিয়ে ভরতি রয়েছেন 50 জন।
বর্ধমানে কোরোনা চিকিৎসা কেন্দ্রে মৃত দু'জনের রিপোর্ট নেগেটিভ - বর্ধমানে মৃত্যু হওয়া দু'জনের রিপোর্ট নেগেটিভ
গত দু'দিনে বর্ধমানের কোরোনা নিরাময় কেন্দ্রে ভরতি থাকা দু'জন রোগীর মৃত্যু হয়। তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে।
গত দু'দিনে বর্ধমানের কোরোনা নিরাময় কেন্দ্রে ভরতি থাকা দুজন রোগীর মৃত্যু হয়।স্বভাবতই আশঙ্কা করা হচ্ছিল তাঁদের মৃত্যুর কারণ কোরোনা ভাইরাস । কিন্তু, বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য দপ্তর জানাল, গত মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার কোরোনা চিকিৎসা কেন্দ্রে যে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে তাঁদের রিপোর্ট নেগেটিভ। অর্থাৎ, অন্য কোনও কারণে ওই দু'জনের মৃত্যু হয়েছে। কী কারণে তা অবশ্য জানায়নি স্বাস্থ্য দপ্তর। অন্যদিকে জেলা প্রশাসনের বুলেটিনে বলা হয়েছে, গত চব্বিশ ঘণ্টায় বর্ধমান শহরের কোরোনো নিরাময় কেন্দ্রে নতুন করে 22 জন ভরতি হয়েছেন।
এদিকে, ইতিমধ্যে ওই হাসপাতালে ভরতি থাকা 21 জনকে ছুটি দেওয়া হয়েছে। ফলে বর্তমানে সেখানে ভরতি আছেন 50 জন। এদের মধ্যে 7 জনকে CCU-তে রাখা হয়েছে। 8 জনকে অক্সিজেন দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফে।