বর্ধমান, 10 জানুয়ারি : নৈহাটিতে বিস্ফোরণের ঘটনায় মুখ্যমন্ত্রী NIA তদন্তের দাবি না জানালে বুঝতে হবে তৃণমূলের যোগসূত্র আছে । বর্ধমানে এমনটাই বললেন রাহুল সিনহা । পাশাপাশি নৈহাটি বিস্ফোরণ নিয়ে NIA তদন্তের দাবিও জানান BJP-র কেন্দ্রীয় সম্পাদক ।
নৈহাটি বিস্ফোরণ নিয়ে NIA তদন্তের দাবি রাহুল সিনহার - রাহুল সিনহা
নৈহাটি বিস্ফোরণ নিয়ে NIA তদন্তের দাবি জানালেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা । ঘটনায় মুখ্যমন্ত্রী NIA তদন্তের দাবি না জানালে বুঝতে হবে তৃণমূলের যোগসূত্র আছে । এমনটাই বলেন তিনি ।
![নৈহাটি বিস্ফোরণ নিয়ে NIA তদন্তের দাবি রাহুল সিনহার demand of NIA investigation on Naihati blast](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5660539-thumbnail-3x2-rah.jpg)
তিনি বলেন, অবিলম্বে এই ঘটনার NIA তদন্ত হওয়া উচিত । তবেই জানা যাবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত । রাহুল সিনহার কথায়, "আমরা এর আগেও দাবি করেছি এই রাজ্য জঙ্গিদের আঁতুড়ঘর । আমরা এতদিন ধরে বলেছি, পশ্চিমবঙ্গ বারুদের স্তুপের উপর বসে আছে । বর্ধমানে খাগড়াগড় বিস্ফোরণের পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও শিক্ষা নেয়নি । খাগড়াগড় বিস্ফোরণে দেখা গেছে জঙ্গিরা কীভাবে সেখানে বিস্ফোরক তৈরি করত । ঠিক তেমনই দেখা গেছে নৈহাটি বিস্ফোরণে ।"
BJP-র কেন্দ্রীয় সম্পাদকের দাবি, "পশ্চিমবঙ্গে বোমা ফাটে কম । কারণ এটা জঙ্গিদের আঁতুড়ঘর । এখানে জঙ্গিরা আশ্রয় নেয় । বোমা মজুত করে এবং এখান থেকেই দেশের বিভিন্ন প্রান্তে তারা বোমা সরবরাহ করে নাশকতামূলক কাজ করে । এই বোমাও আতঙ্কবাদী কাজের জন্য রাখা ছিল । তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উচিত এই ঘটনায় কারা জড়িত তা জানার জন্য অবিলম্বে NIA তদন্তের দাবি জানান ।" রাহুল সিনহা আরও বলেন, "খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে আমি প্রথমে তদন্তের দাবি জানিয়েছিলাম । তাই এবার মুখ্যমন্ত্রীর উচিত নিজে থেকেই কেন্দ্রের কাছে NIA তদন্তের দাবি জানান । তিনি যদি নিজে থেকে দাবি না জানান তাহলে ধরে নিতে হবে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগসূত্র আছে ।"