বর্ধমান, 9 ডিসেম্বর : পার্শ্বশিক্ষকদের প্রতি সহানুভূতিশীল সরকার ৷ অনেক সুবিধা দেওয়া হয়েছে ৷ অথচ তাঁরা অধৈর্য হয়ে পড়ছেন ৷ আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সায়েন্স কংগ্রেস অনুষ্ঠানে যোগ দিতে এসে পার্শ্বশিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে এই মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
"এত অধৈর্য হলে কী করে হবে", পার্শ্বশিক্ষকদের বার্তা শিক্ষামন্ত্রীর - পার্থ চট্টোপাধ্যায় সংক্রান্ত খবর
আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সায়েন্স কংগ্রেস অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ সেখানে পার্শ্বশিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে বলেন, "আমরা পার্শ্বশিক্ষকদের 40 শতাংশ থেকে 65 শতাংশ বেতন বাড়িয়েছি । তাঁদের মেডিকেল লিভের সংখ্যা বাড়িয়েছি । আমরা তাঁদের PF-এর মধ্যে নিয়ে এসেছি । কিন্তু তারপরও এত অধৈর্য হলে কী করে হবে ৷"
তিনি বলেন, "আন্দোলনরত পার্শ্বশিক্ষকদের বোঝা উচিত প্রোজেক্টের অধীনে কাজ করলে সেটা বন্ধ হয়ে যেতে পারে । কিন্তু আমাদের সরকার সেগুলি বন্ধ হতে দেয়নি । তা সত্ত্বেও আমি বলেছি নিশ্চয়ই বিষয়টি দেখব । আমরা পার্শ্বশিক্ষকদের 40 শতাংশ থেকে 65 শতাংশ বেতন বাড়িয়েছি । অনেকেই প্রশিক্ষিত ছিলেন না, তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি । তাঁদের মেডিকেল লিভের সংখ্যা বাড়িয়েছি । আমরা তাঁদের PF-এর মধ্যে নিয়ে এসেছি । আমরা করছি তো ৷ কিন্তু তারপরও এত অধৈর্য হলে কী করে হবে ৷"
শিক্ষামন্ত্রী আরও বলেন, "2002-2004 সাল থেকে যাঁরা পার্শ্বশিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন তাঁদের তখন বেতন ছিল 1000 টাকা ৷ 2010 সালে তাঁদের বেতন বাড়িয়ে করা হয় 5000 টাকা । মাত্র আট বছরে আমরা তাদের বেতন বাড়িয়ে করেছি 13,000 টাকা ।" শিক্ষামন্ত্রীর প্রশ্ন, "এটা কি আমাদের অপরাধ ? " তা সত্ত্বেও তিনি সব সংগঠনের সঙ্গে বসতে রাজি বলে জানান ৷ বলেন, "আমি একেবারে এই সংক্রান্ত আলোচনা শেষ করতে চাই ৷ বিরোধী নেতারা অসত্য, বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছেন ৷ আমি ওঁদের কাছ থেকে সেই কাগজপত্রগুলি চাই ৷ কেন্দ্রীয় সরকার দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে না ৷ যদি কাগজপত্র দেয় তাহলে নিশ্চয়ই আমি ব্যবস্থা করব ৷ "