পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সবজি বাজারে ভিড় নিয়ন্ত্রণে মোতায়েন করা হবে সিভিক ভলান্টিয়ার

বর্ধমান শহরে রানিগঞ্জ বাজার, তেঁতুলতলা বাজার এলাকায় সকাল থেকে শুরু হয় সবজি বাজার। বিভিন্ন জায়গা থেকে সবজি ফল বাজারে নিয়ে আসেন চাষিরা। পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে জিনিস কেনার জন্য ভিড় করেন খুচরো ব্যবসায়ীরা। অভিযোগ কোরোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকার সামাজিক দূরত্ব বজায় রাখার যে নির্দেশিকা জারি করেছে ব্যবসায়ীরা সেই নির্দেশ না মেনেই জিনিসপত্র কেনার জন্য পাইকারি বাজারে ভিড় করছেন ।

bardhaman
সবজি বাজার

By

Published : Apr 1, 2020, 11:45 PM IST

Updated : Apr 2, 2020, 12:11 AM IST

বর্ধমান, 1 এপ্রিল : জেলা পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের বারবার করে সতর্ক করা হয় । তার পরেও সবজি বাজারে চলছে ভিড় । এই পরিস্থিতিতে পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের ফের সচেতন করা হল। পাইকারি বাজারে সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণ করার জন্য মোতায়েন করা হবে সিভিক ভলান্টিয়ার । ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে প্রশাসনের নির্দেশ মেনে কাজ করতে হবে।

বর্ধমান শহরে রানিগঞ্জ বাজার, তেঁতুলতলা বাজার এলাকায় সকাল থেকে শুরু হয় সবজি বাজার। বিভিন্ন জায়গা থেকে সবজি-ফল বাজারে নিয়ে আসেন চাষিরা। সবজি কেনার জন্য ভিড় করেন ব্যবসায়ীরা। অভিযোগ, কোরোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকার সামাজিক দূরত্ব বজায় রাখার যে নির্দেশিকা জারি করেছে ব্যবসায়ীরা সেই নির্দেশ না মেনেই জিনিসপত্র কেনার জন্য ভিড় করছেন । এর ফলে আতঙ্ক বাড়ছে। তাই বর্ধমান থানার পক্ষ থেকে ব্যবসায়ীদের ফের সচেতন করা হল।


চেম্বার অফ ট্রেডার্সের সাধারণ সম্পাদক চন্দ্র বিজয় যাদব বলেন, " সকালে পাইকারি বাজারে ব্যবসায়ীদের ভিড় বাড়ছে। প্রশাসনের নির্দেশ মেনে যাতে ব্যবসায়ীরা সামাজিক দূরত্ব বজায় রাখেন সেই বার্তা দেওয়া হয়েছে। তাঁদের জানানো হয়েছে কোনওভাবেই একসঙ্গে বেশি মানুষ জিনিস কেনার জন্য ভিড় করতে পারবেন না। থানার পক্ষ থেকে সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হবে। "

Last Updated : Apr 2, 2020, 12:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details