পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bhatkunda Murder Case : তৃণমূল নেতা চঞ্চল বক্সি খুনের ঘটনায় গ্রেফতার দুই ভাড়াটে খুনি - আউশগ্রামে চঞ্চল বক্সি খুনের ঘটনায় গ্রেফতার দুই সুপারি কিলার

সপ্তাহ খানেক আগে ভাতকুন্ডার জঙ্গল দিয়ে বাইক চালিয়ে ফেরার সময় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন আউশগ্রামের দেবশালায় প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল বক্সি ৷ সেই ঘটনায় পুলিশ আরও দুই সুপারি কিলারকে গ্রেফতার করল ৷ আদালতে তোলা হলে বিচারক তাদের আটদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷

Bhatkunda Murder Case :
Bhatkunda Murder Case :

By

Published : Sep 19, 2021, 10:47 AM IST

বর্ধমান, 19 সেপ্টেম্বর : আউশগ্রামের দেবশালায় প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল বক্সিকে খুনের ঘটনায় আরও দু'জনকে গ্রেফতার করল আউশগ্রাম থানার পুলিশ । ধৃত শেখ শের আলি ও ইমরান কুরেশিকে গতকাল রাতে ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় ৷ শনিবার ধৃতদের বর্ধমান জেলা আদালতে তোলা হলে আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷

গত 7 সেপ্টেম্বর আউশগ্রামের গেরাই গ্রামে একটা পারিবারিক অনুষ্ঠানে থেকে বাড়ি ফিরছিলেন চঞ্চল এবং তাঁর বাবা ৷ তাঁরা বাইকে ছিলেন ৷ ভাতকুন্ডার জঙ্গলের মধ্যে দিয়ে ফেরার পথে তাঁদের উপর এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা ৷ ঘটনাস্থলেই প্রাণ হারান দেবশালা অঞ্চলের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি চঞ্চল বক্সি । তাঁর পরিবারের অভিযোগ, পঞ্চায়েতের বিভিন্ন কাজের বরাত পাওয়া নিয়েই এই খুন ৷ এবং এই অভিযোগের তির ছিল চঞ্চল-বিরোধী আনাসুরদের দিকে । এরপরই তদন্তে নেমে মোবাইল ফোনের সূত্র ধরে আনাসুর-সহ তিনজন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয় । পুলিশ জানতে পেরেছে, দেবশালা পঞ্চায়েতের টেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে আনাসুর, মনির হোসেন ও বিশ্বরূপদের সঙ্গে চঞ্চল বক্সির গন্ডগোল চলছিল । পাশাপাশি চঞ্চল বক্সির তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি হওয়ার সম্ভাবনাও বাড়ছিল ৷ তাই সব মিলিয়েই তাঁকে খুনের পরিকল্পনা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে ।

এখনও পর্যন্ত এই খুনের ঘটনায় পুলিশ মোট আটজন গ্রেফতার হয়েছে । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, চঞ্চল বক্সিকে খুনের জন্য শের আলি ছিল সুপারি কিলার ৷ তাকে এ কাজের জন্য কয়েক লক্ষ টাকা দেওয়া হয়েছিল । তারপর থেকে দেবশালা এলাকায় যাতায়াত শুরু করেছিল শের আলি । ঘটনার দিন ইমরান কুরেশি বাইক চালাচ্ছিল । সেই বাইকে চেপেই গুলি চালায় শের আলি । শনিবার ধৃত দু'জনকে জেলা আদালতে তোলা হলে তাদের আটদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত ।

আরও পড়ুন : Bhatkunda Murder Case : পঞ্চায়েত প্রধানের ছেলে খুনে আটক চার, টেন্ডারের সমস্যার জেরেই খুন ?

ABOUT THE AUTHOR

...view details