পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাস্তার অবস্থা বেহাল, প্রতিবাদে পালিতপুর মোড় অবরোধ

বর্ধমান কাটোয়া রেলপথে নির্মীয়মাণ আন্ডারপাস বন্ধ ৷ এজন্য চলাচলের রাস্তা খারাপ হয়ে পড়ে আছে ৷ এই রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ স্থানীয়রা ৷

residents blocked palitpur moo
বর্ধমান কাটোয়া রেল পথে নির্মীয়মান আন্ডারপাস বেহাল

By

Published : Jun 20, 2020, 11:28 PM IST

বর্ধমান, 20 জুন : বর্ধমান কাটোয়া রোডে পালিতপুর মোড় অবরোধ করল স্থানীয় বাসিন্দারা । সিউড়ি লিংকরোড ধরে বর্ধমান-কাটোয়া রেলপথে নির্মীয়মাণ আন্ডারপাস দীর্ঘ সময় ধরে খারাপ অবস্থায় পড়ে আছে ৷ আন্ডারপাস নির্মাণের জন্য খনন করা হয়েছিল পালিতপুরের কাছের এই রাস্তা । স্থানীয়দের অভিযোগ, এখনও কাজ সম্পন্ন না হয়নি । ফলে গত চার মাস ধরে রাস্তাটি বন্ধ হয়ে পড়ে রয়েছে । যার জেরে এলাকার মানুষ অসুবিধায় পড়েছে ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বর্ধমান সিউড়ি যোগাযোগের জন্য এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ । সারাদিন অসংখ্য যানবাহন যাতায়াত করে এই রাস্তায় । এছাড়া এখানে অনেক কারখানা রয়েছে । যাতায়াতের জন্য অসংখ্য শ্রমিক এই রাস্তাটি ব্যবহার করে । বিকল্প কোনও রাস্তার ব্যবস্থা না হওয়ায় বারবার বিক্ষোভ দেখানো হয়েছে । কিন্তু, তারপরও সুরাহা হয়নি ।

রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ

স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের গাফিলতিতে দীর্ঘদিন ধরে কাজ অসম্পূর্ণ রয়েছে । বারবার জেলা প্রশাসনকেও জানিয়ে কোনও কাজ হয়নি ৷ তাই এই অবরোধ ৷ এর সমাধান অবিলম্বে না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে স্থানীয়রা ।

ABOUT THE AUTHOR

...view details